পার্থ মান্নাঃ কেন্দ্রের সাথে রাজ্যের মহার্ঘ ভাতার পার্থক্য নিয়ে হামেশাই শিরোনাম হতে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% DA পাওয়া গেলেও কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৫৩% হারে মহার্ঘ ভাতা। পাচ্ছেন যার মধ্যে ৩% সদ্য বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। তবে এবার এক এক করে একাধিক রাজ্য নিজেদের কর্মীদের জন্য DA বাড়ানোর ঘোষণা করতে শুরু করেছে। এবার সেই তালিকাতেই নাম যুক্তি হল আরেক রাজ্যের।
৩% DA বাড়ালো রাজ্য সরকার!
সম্প্রতি ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা এসেছে রাজ্য সরকারের কর্মীদের জন্য। তবে পশ্চিমবঙ্গ নয়, গোয়ার সরকারি কর্মীদের জন্য এই ভাতা বৃদ্ধি করা হয়েছে। আগে সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬% হারে DA দেওয়া হত। যেটা মার্চ মাসেই বাড়িয়ে ৫০% করে দেওয়া হয়েছিল। তবে এবার কেন্দ্রের মত ৩% বাড়িয়ে ৫৩% হিসাবেই মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। যার ফলে সরকারের ১০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানা যাচ্ছে।
এই মহার্ঘভাতা বৃদ্ধির ফলে গোবর সরকারি স্কুলের পাশাপাশি সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের শিক্ষক থেকে শুরু করে নন টিচিং স্টাফদেরও সমহারে বেতন বেড়ে যাবে। জানা যাচ্ছে এবছরের জুলাই মাস থেকেই নাকি বর্ধিত হারে DA দেওয়া হবে। তাই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত কয়েক মাসের জন্য বেশ কিছু টাকা অতিরিক্ত হাতে পারবেন রাজ্য সরকারের কর্মীরা।
পশ্চিমবঙ্গে কবে বাড়বে DA?
কেন্দ্র নতুন করে DA বৃদ্ধির ঘোষণা করার পর থেকে বেশ কিছু রাজ্য একে একে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করছে। তবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কোনো ঘোষণা মেলেনি। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% হারে DA পাচ্ছেন কর্মীরা। তবে এটা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। তবে এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এদিকে কেন্দ্র নতুন করে DA বৃদ্ধি করায় বৃহত্তর আন্দোলনে নামের হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ।