dance bangla dance mithun chakrabortys favourite humptys introduction

Papiya Paul

ডান্স বাংলা ডান্সের TRP-র আসল হিরো এই পুঁচকে, মিঠুনের বন্ধু ‘হাম্পটি’র ভালো নাম জানেন?

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের মত বাংলা রিয়েলিটি শো গুলিকেও ব্যাপক ভালোবাসা দিয়েছে মানুষ। বিশেষ করে জি বাংলার (Zee Bangla) ডান্স বাংলা ডান্স’র (Dance Bangla Dance) ফ্যান ফলোয়িং তো আকাশছোঁয়া। আর এবার তো প্রায় এক দশক পর এই চর্চিত শো-তে প্রত্যাবর্তন করেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)

   

এই শো-র প্রথম থেকেই ছিল চমক। নতুন সিজনে বিচারক কে হবেন, কে হবেন সঞ্চালক? এইসব নানা প্রশ্ন ঘিরে ছিল অনুরাগীদের মনে। আর এবার এই নাচের শো’তে দেখা যাচ্ছে ‘হাম্পটি’ বলে একজনকে। গোলগাল, নাদুস নুদুস চেহারার হাম্পটি খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

বিশেষ করে মহাগুরু মিঠুন চক্রবর্তী আর হাম্পটির যুগলবন্দী দেখে বেজায় খুশি হয়েছে দর্শকরাও। তারপর থেকে অনেকেই হাম্পটির আসল পরিচয় জানার জন্য উদগ্রীব হয়ে পড়েছে সকলেই। এমতাবস্থায় আজ আমরা জানাবো এই খুদে আসলে কে? দর্শকদের কৌতুহল মেটাতেই নিউজশর্টের পাতায় রইল হাম্পটির আসল পরিচয়।

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই খুদের আসল নাম হল আদর্শ দাস। জন্ম এবং বেড়ে ওঠা সবটাই কলকাতাতেই। যদিও বাচ্চাটির বয়স সম্পর্কে কোন তথ্য এখনও পাওয়া যায়নি। তবে এই খুদে বয়সেই এক সেলিব্রেটি হয়ে উঠেছে আদর্শ। বিশেষ করে অঙ্কুশ হাজরার সঙ্গে তার বেশ জমে।

এই খুদে হাম্পটির নাচের ভক্ত সকলে। সকলে বেশ মজা নিয়েই হাম্পটির নাচ, অভিনয় উপভোগ করেন মানুষ। এমনকি অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে হাম্পটির খুনসুটি দেখে হেসে কুপোকাত হন সকলে। কার্যত বলতে গেলে একদম সেলিব্রিটি হয়ে উঠেছে সকলের প্রিয় এই হাম্পটি। বর্তমানে ফুগলার মতোই একদম সোশ্যাল মিডিয়ার সেনসেশ্যান হয়ে উঠেছে।