পাহাড়ে গেলে আর দার্জিলিং নয়, ঘুরে আসুন এই অজানা লোকেশনে, সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যাবে

নিউজশর্ট ডেস্কঃ New Offbeat Destination In Darjeeling Called Mim Tea Garden: এবার পুজোতে কি আপনার দার্জিলিঙে(Darjeeling) যাওয়ার প্ল্যান আছে? বাঙালীদের তো শুধুমাত্র ছুটির অপেক্ষা। একটু ছুটি পেলেই ঘুরতে যাওয়ার জন্য মন আনচান করে। পুজোর সময় যেসব বাঙালিরা ঘুরতে যেতে বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। এবার যদি পুজোতে দার্জিলিঙে যেতে চান তাহলে একটু অন্যরকম ভাবে ঘুরে দেখুন পাহাড়। একদম অফবিট এই লোকেশানে(Offbeat Location) গেলে মন ভালো হয়ে যাবে আপনার।

তবে এই জায়গা খুব দুর্গম তাই পরিবার না নিয়ে গিয়ে নিজেই চলে যান। এই অফবিট জায়গাটির নাম হল মিম চা বাগান(Mim Tea Garden)। দার্জিলিং থেকে খুব বেশি ২০ কিলোমিটার দূরেই রয়েছে দার্জিলিং শহর। আবার প্রায় ১২ কিলোমিটার দূরে সান্দাকফু ট্রেকিং রুট শুরু হয়ে যায়। মাত্র ৫ কিলোমিটার দূরে রয়েছে সুকিয়া পোখরি। মাত্র ৭ কিলোমিটার দূরে রয়েছে লেপচাজগত। চারিপাশে অনেক ঘোরার জায়গা। এই অফবিট চা বাগানের রূপের কথা ভাষাতে প্রকাশ করা সম্ভব নয়।

তবে এই চা বাগানের এরকম নাম হওয়ার পেছনে এটি প্রচলিত কথা আছে। ব্রিটিশ আমলে এই চা বাগানের মালিকানা ছিল একজন ইংরেজ মহিলার হাতে। স্থানীয়রা সকলে মেম সাহেব বলে ডাকতেন। সেখান থেকেই চা বাগানের নাম হয়ে গিয়েছে মিম। এখানে থাকার জন্য একাধিক কটেজ রয়েছে। নির্জন নিরিবিলিতে সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা এটি। এখানে আপনাকে কেউ বিরক্ত করতে আসবে না।

শহরে ক্লান্তি, অফিসের চাপ সবকিছু ভুলে গিয়ে কয়েকটা দিন নিজের জন্য সময় কাটাতে পারবেন। আর ঘুরতে যাওয়ার জন্য লেপচাজগৎ তো আছেই। এছাড়া একটা ছোট্ট সেতু আছে সামনে। সেটি পার হয়ে গেলেই বিজন বাড়ি। সেখানে চারিদিকে দেখতে পাবেন উঁচু উঁচু পাহাড়ের শৃঙ্গ দাঁড়িয়ে রয়েছে আর মাঝখানে রয়েছে ঠিক যেন ছবির মত চা বাগান। এই সৌন্দর্য সত্যিই লেখনির মাধ্যমে প্রকাশ করা যায় না। একেবারে ভোরবেলা উঠে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন আপনি। তারপর সময় বুঝে এদিক-সেদিক বেরিয়েও আসতে পারেন।

কিভাবে যাবেন?
এনজিপি বা তেনজিং নরগে বাস টার্মিনাস থেকে বাসে ঘুম পর্যন্ত যেতে পারেন। আর সেখান থেকেই গাড়িতে চলে যাবেন মিম চা বাগান। এতে আপনার যাতায়াতের খরচ কিছুটা কমবে। আবার চাইলে আপনি বাসে না গিয়ে এনজিপি থেকে গাড়ি করে পৌঁছে যেতে পারেন মিম চা বাগানে।

Avatar

Papiya Paul

X