Arijit

টি-২০তে বিশ্বরেকর্ড! ক্রিস গেইলকে টপকে গেলেন ওয়ার্নার

গতকাল আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস এবং কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে হায়দ্রাবাদকে 21 রানে হারিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস, আর দিল্লির জয়ের নায়ক ডেভিড ওয়ার্নার।

   

ছয় বছর আগে হায়দরাবাদকে আইপিএল জিতিয়ে ছিলেন ওয়ার্নার। তার পর বেশ কয়েক বছর দলের হয়ে ভাল রান করেন। কিন্তু গত মরসুমে খারাপ খেলার কারণে প্রথমে তাঁর থেকে অধিনায়কত্ব কাড়া হয়, তার পর দল থেকেই বাদ দেওয়া হয়। সেই দলকে সামনে পেয়ে জ্বলে উঠলেন ওয়ার্নার। অল্পের জন্য শতরান না পেলেও তাঁর খেলা নজর কেড়েছে।

এইদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অপরাজিত 92 রানের ইনিংস খেলেন ওয়ার্নার। অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও ওয়ার্নার টপকে গেলেন টিটোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সফল ব্যাটসম্যান ক্রিস গেইলকে। টি-টোয়েন্টি ক্রিকেটে 88 টি অর্ধশত রান ছিল ক্রিস গেইলের, এইদিন 92 রানের ইনিংস খেলে ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান সংখ্যা দাঁড়াল 89 টি।