একসময় বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি। একের পর এক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। এই অভিনেত্রী হলেন সকলের প্রিয় দেবশ্রী রায়। দীর্ঘদিন বিরতি নেবার পর কয়েকমাস আগেই ছোটপর্দায় কামব্যাক করেছেন তিনি। ‘সর্বজয়া’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ইতিমধ্যেই এই সিরিয়াল টিআরপি তালিকায় প্রথম দিকে স্থান নিয়ে নিয়েছে।
বহুদিন রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার পর হঠাৎ করেই রাজনীতি ছেড়ে দিয়ে নিজের পুরোনো শিকড়ে ফিরে আসেন অভিনেত্রী। যদিও অনেকেই তাঁর এই প্রত্যাবর্তনকে মেনে নিতে পারেননি। অনেকের তাঁর অভিনয় ভালো লাগেনি। ৬০ বছর বয়সে তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া অনেকের পছন্দ হয়নি। কিন্তু তিনি তাঁর অভিনয় চালিয়ে গিয়েছেন বহু জায়গাতে প্রশংসিতও হয়েছেন।
তবে এবার অভিনেত্রীকে স্টেজে দেখা গেল। নিজের অনুরাগী ও দর্শকদের আরও কাছে পাবার জন্য তিনি পাড়ার স্টেজে উপস্থিত হন। শুধু তাই নয়, নিজের গলায় গানও গাইলেন। নিজের ছবির গান নিজেই গেয়ে দর্শকদের মন ভরিয়ে দেন অভিনেত্রী। এদিন স্টেজে তিনি কালো রঙের পোশাক পরে উপস্থিত হন। আর কত রাত একা থাকবো’ গান গেয়ে নজর কাড়েন তিনি।
অভিনেত্রীর এই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তাঁর গানের প্রশংসা করলেও অনেকে এই গানের তীব্র নিন্দা করেছেন। যদিও এই প্রসঙ্গে কিছুই মন্তব্য করেননি অভিনেত্রী। চলুন দেখে নেওয়া যাক, অভিনেত্রীর গানের সেই ভিডিও।