Papiya Paul

পুরুষদের প্রতি আমি বেশি আকৃষ্ট, সায়ন্ত-রিজওয়ান সম্পর্ক নিয়ে অকপট দেবচন্দ্রিমা

“কিসমিস” ছবিতে অভিনেতা দেবের সঙ্গে অভিনয় করেছিলেন দেবচন্দ্রিমা। নামের ক্ষেত্রে মিল থাকলেও সিনেমার দৃশ্য দেখানো হয়নি নায়ক নায়িকার। এই প্রসঙ্গে কথা বললে অভিনেত্রী বলেন, দেবদা এমন একটি ছেলের চরিত্রে অভিনয় করেছেন, তেমন ছেলের সঙ্গে প্রেম না থাকাই ভালো। তবে যীশু সেনগুপ্ত- এর অভিনয় ক্ষমতার জন্য আমার কাছে আদর্শ একজন মানুষ।অভিনেত্রীদের মধ্যে আমি পছন্দ করি সোহিনী সান্যালকে। এত সুন্দর অভিনয় করতে আমি কাউকে দেখিনি।

   

পুরুষ এবং মহিলাদের মধ্যে আমি বেশি পছন্দ করি পুরুষ অভিনেতাদের। তবে এক্ষেত্রে অবশ্যই বলব, “পরিনীতা” সিনেমা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় দেখে সত্যি চমকে গিয়েছিলাম। ধারাবাহিক জগতে কে প্রতিদ্বন্দ্বী? জিজ্ঞাসা করায় তিনি বলেন, নারী পুরুষ সকলেই আমার প্রতিদ্বন্দ্বী। তবে সকলকে অনুসরণ করি আমি। ভালো অভিনয় দেখলে তা ফুটিয়ে তোলার চেষ্টা করি।

এই প্রসঙ্গে মিঠাইয়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, ওভাবে প্রতিদ্বন্দ্বিতা কারোর সাথে করিনি। সকলেই ভীষণ ভালো। নিজের চরিত্রে অভিনয় সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, “চারু” চরিত্রটি ভীষণ কাছের আমার। নিজের হাতে তৈরি করেছে এই চরিত্রকে। “চিকু” চরিত্রকে আপন করে নিতে অনেকটাই সময় লেগেছিল কারণ অন্যান্য অভিনেতা-অভিনেত্রী সকলেই পাল্টে গিয়েছিলেন।

ধারাবাহিকে রিজওয়ানের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব। তবে ওর সঙ্গে কোনদিন প্রেমের সমীকরণ ছিল না, ভবিষ্যতেও হবে না। যা শোনা যায় পুরোটাই গুজব। এমন অনেক গুজব আমি শুনতে পাই যা শুনে সত্যি হাসি পায়। তবে এগুলোকে পাত্তা দিই না আমি, এগুলোকে উপভোগ করি।