Anurager Chowa

Moumita

‘আমার মেয়ের দিকে তাকালে চোখ উপড়ে ফেলব’, মিশকাকে চ্যালেঞ্জ দীপার, ধামাকা পর্ব ‘অনুরাগের ছোঁয়া’য়

চলতি সময়ের এক আলোচিত সিরিয়াল (Bengali Serial) হল স্টার জলসার (Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি (TRP) তালিকায় রাজ করছে সিরিয়ালটি। আর তো এখন তো চলছে দার্জিলিংয়ে (Darjeeling) জমজমাট।

   

ইতিমধ্যেই অনেক কিছু ঘটে গেছে দার্জিলিং-এ। সূর্য জেনেছে যে, দীপাও ঘুরতে এসেছে সেখানে। এদিকে মিশকা প্রতিনিয়ত দীপা আর সূর্যর মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টায় মত্ত। শুধু কী তাই, সূর্যকে পাওয়ার নেশায় সমস্ত ঠিক ভুল ভুলে গেছে সে। এমনকি ছোট বাচ্চা দুটোরও ক্ষতি করতে পিছপা হচ্ছেনা মিশকা।

এই যেমন আজকের পর্বেই আপনারা দেখতে পাবেন যে, রূপাকে নিজেদের সাথে নিয়ে গেছে সেনগুপ্ত পরিবার। তারা সেখানে নিজেদের মত করে আনন্দ করছে। আর তারমধ্যেই এক ফাঁকে রূপাকে টেনে নিয়ে আসে মিশকা। তাকে রীতিমত অপমান করে, এবং ভয় দেখায়। শেষে গায়ে হাতও তুলতে যায়।

আর ঠিক তখনই এসে হাজির হয় দীপা। মেয়েকে সেখান থেকে যেতে বলে জবরদস্ত ক্লাস নেয় মিশকার। নিজের সাথে যা হয়েছে তা সে মেনে নিয়েছে বটে, তবে মেয়ের ক্ষতি চেয়ে চেয়ে দেখার মানুষ দীপা নয়। প্রথমেই মিশকাকে এক থাপ্পড় মারতে যায়‌। এবং তারপর রীতিমত থ্রেট দেয় তাকে।

দীপা জানিয়ে দেয়, রূপার কোনো ক্ষতি করতে চাইলে মিশকাকে আর রোয়াব করবেনা সে। সে DNA টেস্ট করে প্রমাণ করে দেবে যে, সূর্যই রূপার বাবা। তখন তার তাসের ঘর কোথায় যাবে? প্রয়োজনে মিশকাকে সরিয়ে সে একাই সোনা এবং রূপার দায়িত্ব নেবে এবং তাদের বড় করবে‌।

এদিকে উর্মি আর জয়কে একসাথে দেখে সূর্যর মনেও জেগে উঠছে পুরোনো স্মৃতি। বেরিয়ে আসছে দীপার প্রতি তার ঘুমিয়ে থাকা ফিলিংস। আবার স্টার জলসা তাদের প্রোমোতে সোনার কিডন্যাপিংও দেখিয়েছে। তাই একটা জিনিস স্পষ্ট যে, দার্জিলিং পর্ব ভালোই জমজমাট হতে চলেছে। যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা আজকের পর্ব মোটেও মিস করবেননা।