অভিনয়ের সাথেই দুর্দান্ত গানের গলা, ভরা মঞ্চে গান গেয়ে ভক্তদের মন জয় করলেন দীপা, প্রশংসা নেটিজেনদের

সন্ধ্যের পর প্রতি বাঙালি বাড়ির একমাত্র ভরসা টিভির পর্দা। বিশেষ করে  মা-ঠাকুমারা যেন ধারাবাহিকের নেশায় বুঁদ হয়ে থাকেন। টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‛অনুরাগের ছোঁয়া’। অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র হল দীপা-সূর্য। আর এই দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ।

এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় পা রেখেছেন স্বস্তিকা ঘোষ। যদিও প্রথম সিরিয়াল হলেও তাঁর অভিনয় মন ছুঁয়েছে সকলের। আর এই দর্শকদের ভালোবাসার টানেই বারবার তারা ছুটে যান শোয়ের মঞ্চে। সম্প্রতি তেমনই একটি শোয়ের ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য ঠান্ডা উপেক্ষা করেই রাত ১ টা  পর্যন্ত অপেক্ষা করে বসেছিলেন তাঁর ভক্তরা। কেবলমাত্র একবার অভিনেত্রীকে চোখের দেখা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলেই। এদিন মঞ্চে উপস্থিত হয়ে দীপা দু-এক কথা বলার পরই অনুরাগীদের গান গেয়ে শোনান।

প্রথমেই ‛দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না’ গানটি গেয়ে শোনান অভিনেত্রী। এরপর ‛অনুরাগের ছোঁয়া’-র টাইটেল ট্র্যাকটি গেয়ে নিজের অনুষ্ঠান শেষ করেন। অভিনয়ের পাশাপাশি দীপার গানের গলাও বেশ দুর্দান্ত। তা জানতে পেরেই আনন্দিত  হয়ে ওঠেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর গানের ভিডিও । ভিডিও মন ছুঁয়েছে বহু নেট নাগরিকের।

Avatar

Additiya

X