নিউজশর্ট ডেস্কঃ এইমুহূর্তে স্টার জলসার(Star Jalsa) জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’য়(Anurager Chhowa) টানটান উত্তেজনা চলছে। প্রত্যেক পর্বেই দর্শকদের আকর্ষণ বাড়াতে টুইস্ট নিয়ে আসছেন নির্মাতারা। এবার প্রত্যেকটি পর্ব আরো ধামাকাদার হতে চলেছে। দীর্ঘদিন পর এই ধারাবাহিকে প্রকাশ্যে এসেছে সমস্ত সত্যি। সূর্য জেনে গিয়েছে সোন-রুপা তার নিজেরই সন্তান।
তার ডিএনএ টেস্টের রিপোর্ট ভুল ছিল। আর এই সত্যিই জানার পর থেকেই বারে বারে দীপার কাছে ক্ষমা চাইছে সে। সূর্য চায়না আর কোন মুহূর্ত নষ্ট করতে। দীপা এবং তার দুই সন্তানকে নিয়ে সুখের জীবন কাটাতে চায় সূর্য। দীপার কাছে বারে বারে ক্ষমা চেয়ে নতুন করে আবার সব শুরু করতে চান ডাক্তারবাবু।
কিন্তু দীপা কিছুতেই তার পুরনো ক্ষত সারিয়ে তুলতে পারছেন না। সেই অপমান কিছুতেই নিজের মন থেকে সরাতে পারছে না দীপা। যদিও লাবণ্য বলেছে যে সহজে ক্ষমা না করে বরং পরীক্ষা করে তবেই ক্ষমা করুক। কিন্তু তাদের এই এত বছর দুঃখ,কষ্ট, আলাদা থাকা সমস্ত কিছুই যে বেস্ট ফ্রেন্ড মিশকার কাজ সেটা এখনো জানতে পারেনি সূর্য।
এবার জানা গিয়েছে খুব শীঘ্রই মিশকার পর্দা ফাঁস হতে চলেছে। কিন্তু মিশকা কিছুতেই বুঝতে পারছে না কেন সূর্য এবং দীপা আবার এক হয়ে গেল,? আর তাই সব প্রশ্নের উত্তর জানতে নির্লজ্জের মত সেনগুপ্ত বাড়িতে গিয়ে হাজির হয়েছে সে। সেখানে গিয়ে সে জানতে পারে সোনা এমন রুপাকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছে সূর্য। তাই শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে আবার নতুন করে ফাঁদ পাতে মিশকা।
সূর্যের কান ভাঙাতে শুরু করে দেয় মিশকা। সোনা এবং রুপা কবিরের মেয়ে না হলেও দীপার সঙ্গে যে কবিরের একটা সম্পর্ক ছিল সে কথা সূর্যকে আবার বোঝানো শুরু করে মিশকা। তখনই সেখানে হাজির হয় দীপা। এবারে হয়তো সমস্ত পুরনো কথা প্রমাণসহ প্রকাশ করবে দীপা। টেনে খুলে ফেলবে মিশকার মুখোশ। এই পর্ব কবে আসতে চলেছে তা এখনো জানা যায়নি। আর কিছুদিনের মধ্যেই যে এরকম টানটান উত্তেজনার পর্ব আসবে তা গল্পের গতি দেখলে বোঝা যাচ্ছে।