পার্থ মান্নাঃ দীপাবলি আসার আগেই দুর্দান্ত সুখবর মিল সমগ্র দেশবাসীর জন্য। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম থেকে শুরু করে মধ্যবিত্তের মাসের খরচ নির্ভর করে জ্বালানি তেল বা পেট্রোল ও ডিজেলের দামের উপরে। যদিও দীর্ঘদিন ধরেই জ্বালানি তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে বলে অভিযোগ ছিল ক্রেতাদের। আর এবার ধনতেরসের দিনেই এল বড় ঘোষণা, তেল বিপণন সংস্থার তরফ থেকে ঘোষণা করা হল পেট্রোল পাম্প ডিলারদের ডিলার কমিশন বাড়ানোর।
কমবে পেট্রোল ডিজেলের দাম
তেল বিপণন সংস্তার তরফ থেকে ডিলার কমিশন ফিক্সড রাখা হয়। যেটা দীর্ঘদন ধরেই বাড়ানোর জন্য দাবি জানাচ্ছিল পেট্রোল পাম্প মালিকেরা। এবার জানা যাচ্ছে আজ থেকে অর্থাৎ ৩০ শে অক্টোবর থেকেই নতুন ডিলার কমিশন পাওয়া যাবে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোলের দামের ব্যাপক ফারাক দেখা যায়। সেটার বদলে দেশে একই রকম দাম বা একদামে পেট্রোল বিক্রির জন্যও ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। তাছাড়া ইন্টারস্টেট ফ্রেইট চার্জকে সমান করে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ইঙ্গিতও মিলেছে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, আন্তঃরাজ্য ফ্রেইট চার্জ এক করা হলে পেট্রোলের দাম ৫ টাকা ও ডিজেলের দাম ২ টাকা পর্যন্ত কমে যেতে পারে। যদি সেটা হয় তাহলে একটা বড় স্বস্তি আনবে গোটা দেশবাসীর জন্য।
কি বলছেন পেট্রোলিয়াম মন্ত্রী
এই মর্মে মঙ্গলবার পেট্রোলিয়াম মন্ত্রী এক্স হ্যান্ডেলে জানান, ‘তেল উৎপাদন সংস্থাগুলির পেট্রোল পাম্প ডিলার কমিশন বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত। সাত বছর ধরে ওঠা দাবি অবশেষে পূরণ হচ্ছে। এবার গ্রাহকেরা আরও ভালো পরিষেবা পাবেন, পেট্রোল ডিজেলের দামও বার যে না। প্রত্যন্ত অঞ্চলে থাকা গ্রাহকদের সুবিধের জন্য ও দুই রাজ্যের মধ্যে মাল পরিবহনকে যুক্তিযুক্ত করার জন্য তেল সংস্থাগুলির তরফ থেকে আন্তঃরাজ্য ফ্রেট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গোটা দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে।
धनतेरस के शुभ अवसर पर तेल कंपनियों द्वारा पेट्रोल पंप डीलरों को दी गई बड़ी सौगात का हार्दिक स्वागत!
7 वर्षों से चली आ रही डिमांड हुई पूरी!
उपभोकताओं को मिलेंगी बेहतर सेवाएं पर पेट्रोल और डीज़ल के दामों में कोई बढ़ोतरी नहीं।
तेल कंपनियों द्वारा दूरदराज़ स्थानों (तेल विपणन… https://t.co/SbKtxzYZGR pic.twitter.com/oZDl7ulljF
— Hardeep Singh Puri (@HardeepSPuri) October 29, 2024
অনেকেরই প্রশ্ন তেল উৎপাদনকারী সংস্থার রেশনলাইজেশনের ফলে পেট্রোল ও ডিজেলের দাম কিভাবে কমবে? উত্তরে জানা যাচ্ছে এর ফলে একিজায়গায় ডিজেল ও পেট্রোলের দাম সমান করে দেওয়া হলে দাম অনেকটাই কমবে। যেমন অর্ষার মালিক গিরির কুনানপল্লী ও কালিমেলায় পেট্রোলের দাম ৪.৬৯ টাকা ও ৪.৫৫ টাকা কমে গিয়েছে। একইভাবে ডিজেলের দামও কমেছে ৪.৪৫ ও ৪.৩২ টাকা।