বলিউড (Bollywood) জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘পাঠান’ (Pathan)। গোটা দেশে এই ছবি নিয়ে চলছে নানান আলোচনা। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে ফিল্ম ক্রিটিকদের জলসা। সবেতেই এখন রাজ করছে ‘পাঠান’। ভালো খারাপ সব মিলিয়েই ছবিটি এখন লাইমলাইটে। আর এরই মধ্যে খুশির খবর শোনালেন অভিনেত্রী।
গোটা দেশবাসীর কাছে গর্ব এই অভিনেত্রী। মাত্র কয়েকমাস আগেই তাঁকে দেখা গিয়েছিল ফিফা বিশ্বকাপের ময়দানে। বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন ভারতীয় এই অভিনেত্রী। তার আগে তাঁকে দেখা গিয়েছিল ‘কান চলচ্চিত্রে’। আর এবার অনুরাগীদের ফের খুশির খবর শোনালেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। অস্কার ২০২৩-এ সঞ্চালিকার দায়িত্ব সামলাবেন ভারতীয় এই অভিনেত্রী।
বৃহস্পতিবার রাতেই অনুরাগীদের খুশির খবর শুনিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অস্কার ২০২৩-এর উপস্থাপকদের নামের তালিকা। সেই তালিকাতেই জ্বলজ্বল করছে অভিনেত্রীর নাম। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘অস্কার-৯৫’। তালিকায় নাম রয়েছে ডোয়াইন জনসন , মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, ডোয়াইন জনসন, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস এবং কোয়েস্টলোভও।
View this post on Instagram
চলতি মাসের ১২ তারিখ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে ডলি থিয়েটারে। এবারের অস্কার অনুষ্ঠানে কেবলই ভারতীয়দের জয়জয়কার। কারণ লড়াইয়ে মনোনয়ন পেয়েছে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান। সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছে এই গান। এছাড়াও লড়াইয়ের তালিকায় নাম রয়েছে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ ছবি এবং গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবি।
এই বছর অস্কার অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হল মঞ্চেই লাইভ পারফর্ম করা হবে ‘নাটু নাটু’ গানের। এই গান শোনা যাবে কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জর গলায়। অস্কারের মঞ্চে এবার নয়া ইতিহাস লিখতে চলেছে ভারত। যদিও এই ছবির দুই অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর মঞ্চে নাচ প্রদর্শন করবেন কিনা সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।