ফের খবরের শিরোনামে দীপিকা পাড়ুকোন। ফের এক পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, দীপিকা কাঁচের বোতল দিয়ে তার ছবির পরিচালকের মাথায় মেরেছে। আর এরপরেই মাথা দিয়ে অঝোরে রক্ত বেরোচ্ছে। যদিও এরপরেও কোনো হেলদোল নেই অভিনেত্রীর। আসলে চেন্নাই এক্সপ্রেস সিনেমার শুটিংয়ের শেষ দিনে এই ঘটনাটি ঘটেছিল।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে শাহরুখ খানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। এরপরে এতটাই মাথা গরম হয়ে যায় তাঁর, যে তিনি রেগে গিয়ে পরিচালক রোহিত শেট্টির মাথায় কাঁচের বোতল ভেঙে দেন। আচমকা এই আঘাতে মাথায় হাত দিয়ে বসে পড়েন পরিচালক। দীপিকা কোনোরকম সিমপ্যাথি না দেখিয়ে বলেন যে এই ডিরেক্টরকে কেউ ফলের জুস্ দিক।
হঠাৎ করে দীপিকার কান্ডকারখানা দেখে হতবাক সকলেই। যদিও এই পুরো ঘটনাটি সাজানো। পরিচালক রোহিত শেট্টি তাঁর ফিল্মের প্রোমোশনের সময় এরকম নানা অদ্ভুত কান্ড ঘটিয়ে থাকেন। এবারও সেটাই করেছিলেন। এই পুরো ঘটনাটি ছবি রিলিজের একমাস আগে পোস্ট করা হয়। এই ভিডিওতে দেখানো সব ঘটনাই সাজানো।
দীপিকার সাথে শাহরুখের ঝামেলা মিথ্যে, আবার বোতল দিয়ে রোহিত শেট্টির মাথা ফাটানোও সাজানো ঘটনা। তবে এই ভয়ানক ভিডিও দেখে শিউরে উঠেছিলেন নেটিজেনরা। অনেকেই এরকম করে প্রোমোশন করাটাকে অযৌক্তিক মনে করেছেন।
দেখুন সেই ভিডিও-