Arijit

বিশ্বকাপে বাতিল দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে বড় জয় দিল্লির, হতাশ করলেন অশ্বিন

বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্ৰথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 9 উইকেট হারিয়ে 139 রান তুলতে সক্ষম হয় ডেভিড ওয়ার্নাররা।

   

জবাবে ব্যাট করতে নেমে 8 উইকেটে হায়দ্রাবাদকে হারালো দিল্লি ক্যাপিটালস। দিল্লি জয়ের নায়ক বিশ্বকাপ থেকে বাদ পড়া দুই ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং শ্রেয়াস আইয়ার। 37 বলে 42 রান করেন ধাওয়ান এবং 41 বলে 47 রান করেন শ্রেয়াস আইয়ার। এই দুজনের ব্যাটে ভর করে সহজ জয় তুলে নেয় দিল্লি।

তবে এই ম্যাচে যাবতীয় নজর ছিল রবিচন্দ্রন অশ্বিন এর দিকে। ইংল্যান্ড সফরে একটি ম্যাচ না খেললেও দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেটে ফেরেছেন অশ্বিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হয়েছে তার। আর তাই এই ম্যাচে অশ্বিনের পারফরম্যান্সের দিকে নজর রেখেছিলেন অনেকেই। তবে বল হাতে হতাশ করলেন অশ্বিন, 2.5 ওভার বল করে 22 রান দিলেন অশ্বিন, পেলেন না কোন উইকেট।