পার্থ মান্নাঃ ভোরবেলার দিকে ঠান্ডা অথচ বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা। কালীপুজোর শেষ আর নভেম্বরের শুরু থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়া খানিকটা এমনই। ঠান্ডা সেভাবে না পড়লেও তাপমাত্রা আগের তুলনায় কমায় শীতের হালকা আমেজ শুরু হয়েছে। তবে এরই মাঝে আন্দামান সাগরে নিকটবর্তী উত্তর পূর্ব বঙ্গপোসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরী হয়েছে। যার জেরে চলতি সপ্তাহের শেষে ফের বদলাতে পারে আবহাওয়া। তবে কেমন থাকবে আজকের আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবন বা IMD এর রিপোর্ট।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক প্রকৃতির। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে ভোরের দিকে কুয়াশার দেখে মিলেছে। আশা করা হচ্ছে আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া এমনই থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরী হতে চলা নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তবে তার আগে বাংলায় খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে বাংলায় শীত পড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। আজ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়নি।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে বলেই জানা যাচ্ছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই যে সমস্ত পর্যটকেরা এই সময় উত্তরবঙ্গ ভ্রমণে গিয়েছে তারা নিশ্চিন্তে ছুটি কাটাতে পারবেন।
আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া আপডেট অনুযায়ী আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ১৫ই নভেম্বরের পর তাপমাত্রা কমতে শুরু করবে আর শীতের অনুভূতি বোঝা যাবে। তবে তার আগে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরী হতে চলা নিম্নচাপের জেরে আবহাওয়ার পরিবর্তন হলেও হতে পারে। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে তবে বেলা বাড়লে আকাশে অল্প মেঘের সঞ্চার হয়ে হালকা বৃষ্টি হতে পারে উপকূলের দু তিনটি জেলায়। এদিকে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হবে না বললেই চলে।