‘কাউকে ছোট করে আমি আমার ছবিকে বড় করব না’, ‘প্রজাপতি’র বিতর্কে সাফ জবাব দেবের

সমস্ত বিতর্ককে পেছলে ফেলে বক্স অফিসে নিজের জায়গা করে নিয়েছে দেব-মিঠুন  অভিনীত ‘প্রজাপতি’। সোমবার ছবির এই সাফল্যকে সেলিব্রেট করতে এক বিশেষ অনুষ্ঠানের অয়োজন করা হয় শহরের এক পাঁচতারা হোটেলে। সেখানেই হাজির হয়েছিল প্রজাপতির গোটা টিম। হাজির ছিলেন দুই অভিনেতা দেব ও মিঠুন।

 

সাংবাদিকদের প্রশ্নে কথা কথায় ওঠে ‘প্রজাপতি’ ছবি নিয়ে বিতর্কের কথাও। ওঠে নন্দনে ছবি না দেখানোর প্রসঙ্গও। সাংবাদিকদের জবাব দিতে গিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী জানান, ‘কেউ ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন, দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে।’ এই অনুষ্ঠানে প্রজাপতি বিতর্কে মুখ খোলেন দেবও। মিঠুনের মতোই তাঁর স্পষ্ট জবাব, ‘না না আমাকে কেউ ভয় দেখায়নি। এটা মিঠুনদার ব্যক্তিগত মত। এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে এটা বাংলা সিনেমার জয়। দর্শকদের ভাল লাগছে। এটাই সব বিতর্কের আসল জবাব।’

অভিনেতা দেব আরও বলেন,’ আমার মনে হয়, নন্দন নিয়ে আর কোনও ক্ষোভ নেই। নন্দন চেয়েছিলাম কারণ যাতে বেশি সংখ্যক মানুষ দেখতে পায়। এমনিই সারা দেশ জুড়ে মানুষ এই ছবি দেখছে। আজও হাউজফুল। অনেকবছর পর একটা বাংলা ছবি নিয়ে কথা হচ্ছে। সারা ভারতে মুক্তি পেলেও সব ছবি প্রথম সপ্তাহ পরেই নেমে যায় কিন্তু আমাদের ছবি চলছে। মনে হচ্ছে রিপাবলিক ডে-র সপ্তাহ ধরেও চলবে। এরপর গোটা বিশ্বে এই ছবি রিলিজ হবে। অনেক নতুন নতুন দেশে এই ছবি রিলিজ করবে। যেখানে আগে কোনও বাংলা ছবি রিলিজ করেনি’। ৩ ফেব্রুয়ারি সারা বিশ্বে প্রজাপতি রিলিজ করবে বলেও জানিয়েদেন অভিনেতা দেব।

তিনি আরও বলেন, ‘আমি দাদার প্রশ্নের উত্তর দেব না। দাদা পার্টি এনজয় করুক। আমাদের দেশে সবকিছুর সঙ্গেই রাজনীতির সম্পর্ক থাকে। আমি সবসময় তার উর্ধ্বে ও বিরুদ্ধে আছি। আমি এমন কোনও মন্তব্য করব না, যেখানে কাউকে ছোট করা হয়। কাউকে ছোট করে আমি আমার ছবিকে বড় করব না। আমি খুশি যে, ২৫ দিনে ছবিটা হাউজফুল’।

প্রসঙ্গত, দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’ ছবি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে রাজনৈতিক মহলে। মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরের বলেই তাঁর ও দেবের ছবি ‘প্রজাপতি’ নন্দনে ব্রাত্য। এমনই মন্তব্য করেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে পাল্টা বিঁধেছিলেন তৃণমুল মুখপাত্র কুণাল ঘোষ। যদিও সমস্ত বিতর্ককে পেছনে ফেলে বক্স অফিসে সারা ফেলল এই ছবি।

Avatar

Additiya

X