কাজের মেয়ে থেকে রাতারাতি গায়িকা! ‘গরীবের নেহা কক্কর’ বলে কটাক্ষ ফুলঝুড়িকে

বস্তির দুই ছেলে-মেয়ে লালন আর ফুলঝুরির জীবনে নানা গল্প নিয়ে তৈরি হয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ধূলোকণা।’ দর্শকদের মনের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। আসলে এই ধারাবাহিকের অন্যতম প্রতিদ্বন্দ্বী হল জি বাংলার ‘মিঠাই’, তাই কাহিনীতে নিত্যনতুন টুইস্ট আনতেই থাকেন ধূলোকণার নির্মাতারা। টিআরপি তালিকাতে ভালো রেজাল্ট করাই হলো মূল লক্ষ্য। তবে এবার কাহিনীতে নতুন টুইস্ট আনতে গিয়ে ট্রোলের মুখে পড়ল ফুলঝুরি।

একজন মানুষের জেদ তাকে কোথায় নিয়ে যেতে পারে সেটাই এখানে দেখানো হচ্ছে। আসলে লালন ও ফুলঝুড়ির বিয়েটা শেষ মুহূর্তে গিয়ে ভেঙে দেয় চড়ুই। মিথ্যে বদনাম দিয়ে লালনকে পুলিশের হাতে তুলে দেবে চড়ুই। এরকম আশঙ্কাতেই নিজের ভালোবাসাকে বিয়ে করতে রাজি হয় না ফুলঝুড়ি। লালন-ফুলঝুড়ির মধ্যে ভুল বোঝাবুঝির জন্য ভেঙে যায় তাদের সম্পর্ক। রাগে অভিমানে চড়ুইকে বিয়ের সিদ্ধান্ত নেয় লালন। দুজনেই ভালোবাসার মানুষ রীতিমতো শত্রুতে পরিণত হয়েছে।

এখানেই নিয়ে আসা হয়েছে নতুন টুইস্ট। এর আগে দেখানো হয়েছিল ফুলঝুড়ি খুব ভালো গান লিখতে পারে তবে সে যে ভালো গান গায় এটা দর্শকেরা জানতো না। এবার জেদের বশে তার এই সুপ্ত প্রতিভাকে সবার সামনে নিয়ে আসতে চলেছে ফুলঝুড়ি। এই কাজে তাকে সায় দিচ্ছে বড় মামি আর ছোট মামু। এই নতুন প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ভিডিও দেখেই ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে লালন ও ফুলঝুড়িকে। এর কারণ হলো লালনের গলায় সব সময় একটাই গান শুনে বিরক্ত হয়েছে দর্শকরা।

তেমনি হঠাৎ করে রাতারাতি কাজের লোক থেকে গায়িকাহওয়ার বিষয়টিও চরম হাস্যকর বলে মনে করছেন দর্শকেরা। কেউ কেউ তাকে ‘গরিবের নেহা কক্কর’ বলেও কটাক্ষ করেছেন। তবে ফুলঝুড়ির এই রাতারাতি গায়িকা হয়ে ওঠার ব্যাপারটা টিআরপি তালিকায় নম্বর ভালো দিতে পারবে কিনা সেটাই দেখার।

Papiya Paul

X