আমির খান,ঐশ্বর্য রায়,বলিউড,বিনোদন,Aishwarya Rai Bachchan,Amir Khan,Bollywood,Entertainment

পারফেকশনিস্ট হলেও এই খারাপ দোষ রয়েছে আমিরের, সেই জন্যই অভিনেতার সাথে কাজ করতে নারাজ ঐশ্বর্য!

জানেন কি বলিউডের এমন দুই তারকা আছেন যারা কখনোই একসঙ্গে ক্যামেরার সামনে আসেননি। এই দুই তারকার নাম আমির খান ও ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডের এই দুই নামি তারকা একসাথে কখনই মঞ্চ শেয়ার করেননি। কিন্তু কেন এমন হল তা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছেন তাদের ভক্তরাও। তারা একসাথে পর্দায় এলে তৈরি হতো এক দুর্দান্ত জুটি, এবং দুই বিখ্যাত তারকার সমন্বয়ে তৈরি ছবিটিও ব্লকবাস্টার হিট হয়ে যেত, কিন্তু তা ঘটেনি কেন?

আসলে দুজনে মিলে বলিউডের প্রায় সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীর সাথেই কাজ করেছেন, কিন্তু একসাথে কোনোদিন তাদেরকে দেখা যায়নি। তাদের ভক্তরাও প্রশ্ন তুলেছেন এরকম হওয়ার কারণটাই বা ঠিক কি? তাদের অসুবিধা টা ঠিক কোথায়? তবে বড় পর্দায় কেন একসঙ্গে দেখা যাচ্ছে না আমির খান এবং ঐশ্বর্য রাইকে তার কারণ জানলে অবাক হবেন আপনিও।

আসলে আমির খান একসময় প্র্যাঙ্কস্টার হয়ে ওঠেন বলিসেটে এবং বিভিন্ন অভিনেত্রীদের সাথে মজা করতে শুরু করেন তিনি, আর এরপরেই ঘটে অঘটন। জুহি চাওলার সাথে আমির খানের রসিকতার জেরে সেট ছেড়ে চলে যান জুহি এবং বিগত ৭ বছরে জুহি এবং আমির, কেও কারো সাথে কথা বলা তো দূর মুখদর্শন অবধি করেননি। তবে আমির খান এবং ঐশ্বর্যকে একসঙ্গে দেখা গিয়েছিল কোকের বিজ্ঞাপনে। এরপর আমিরের সঙ্গে আর কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেন ঐশ্বর্য।

আসলে সেই সময় আমির ঐশ্বর্য সাথেও প্র্যাঙ্ক করেছিলেন এবং ঐশ্বর্য এই কৌতুক বুঝতে না পেরে থামিয়ে দেন অভিনেতাকে। কিন্তু আমির বারংবার একই কান্ড ঘটানোয় রেগে যান ঐশ্বর্য। সেই বিজ্ঞাপনের পরেই বিশ্বসুন্দরী ঐশ্বর্য সিদ্ধান্ত নেন যে তিনি আর কোনোদিন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে কাজ করবেন না। এরপর যদিও, তিনি ‘মেলা’-তে একটি ক্যামিও করেছিলেন কিন্তু আমিরের সাথে কখনও মুখ্য চরিত্রে অভিনয় করেননি।

Avatar

Moumita

X