প্লে-অফে নামার আগে সতীর্থদের বিরাট বার্তা কোহলির, বললেন সর্বশক্তি দিয়ে ঝাঁপাও

এবার আইপিএলের শুরুটা দারুণ করেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে মাঝের বেশ কয়েকটি ম্যাচে পারফরম্যান্স খারাপ হয়েছিল আরসিবির। তবে শেষ পর্যন্ত অনেক কষ্ট করে আইপিএলের প্লে অফের পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের প্রথম এলিমিনেটর ম্যাচ নামতে চলেছে বিরাট কোহলি, ফ্যাফ দুপ্লেসিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সোমবার বিকেলে কলকাতা শহরে পৌঁছেই ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে বিরাট লিখেছেন, ‘‘কলকাতায় পৌঁছলাম।’’ তাঁর মুখে হাসিই বলে দিচ্ছে, ইডেনে খেলার জন্য কতটা মরিয়া ছিলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক।

আইপিএলে তিনটি ফাইনাল খেলার পরেও ট্রফি ওঠেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাবিনেটে। আর তাই এবার যেকোন উপায়ে ট্রফি জিততে চাই বিরাট কোহলি। আরসিবি সূত্রে জানা গিয়েছে, টিম মিটিংয়ে বিরাট নাকি প্রত্যেককে বলেছেন এক ইঞ্চিও জায়গা না ছাড়তে। সর্বশক্তি নিয়ে বিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তাঁর।

Avatar

Koushik Dutta

X