Didi No 1 Contestant Claims not to receive gift even after 2 years starts controversy

২ বছর পরেও মেলেনি পুরস্কারের সোনার হার! রচনা ব্যানার্জীর ‘দিদি নং ১’ নিয়ে বিস্ফোরক প্রতিযোগী

জি বাংলার জনপ্রিয় শো দিদি নং ১ (Didi No. 1) এর জনপ্রিয়তা সর্বদাই আকাশছোঁয়া। ১০ বছরেরও বেশি সময় ধরে এই শো মানুষের মন জয় করে চলেছে। রচনা বন্দোপাধ্যায়ের সঞ্চালনায় এই শো এখন প্রতিটি বাঙালি বাড়ির পরিচিত নাম। তবুও, সাম্প্রতিক কিছু অভিযোগ ও বিতর্ক এই শোকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। যেটা শোনার পর আপনিও চমকে যেতে বাধ্য হবেন।

দিদি নং ১ এর বিরুদ্ধে বিশাল অভিযোগ

সম্প্রতি, সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে, দিদি নং ১ এর উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। এই পোস্টে দাবি করা হয়েছে, সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায় এক প্রতিযোগীর গলায় সোনার হার পরিয়ে দিলেও, সেই প্রতিযোগী বাস্তবে সেই হার পাননি। এই অভিযোগ জানার পর রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

ফেসবুকে একজন প্রতিযোগীর নাম উল্লেখ করে বলা হয়েছে, “স্বাতী নামে এক প্রতিযোগীকে সোনার হার দেওয়া হয়েছিল কিন্তু তিনি আজ পর্যন্ত সেই হার হাতে পাননি। দু’বছর ধরে যোগাযোগের চেষ্টা করেও কোনো ফল হয়নি।”

নেটিজেনদের প্রতিক্রিয়া

এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনার ঝড় উঠেছে। ওই পোস্টের কম্মেন্ট বক্সে একজন নেটিজেন মন্তব্য করেছেন, “কুইন্টাল কুইন্টাল জলে ভেসে গেছে।” আরেকজন লিখেছেন, “হার ধোঁয়া হয়ে গেছে।” কেউ কেউ আরও বলেছেন, “দিদি নং ১-এ যাঁরা অংশগ্রহণ করেন, তাঁরা জিতলেও বাস্তবে উপহার পান না। শুধু দেখানোর জন্য জিনিসগুলো দেওয়া হয়।” এই ধরনের মন্তব্য স্পষ্টতই ইঙ্গিত করে যে, দিদি নং ১ শোয়ের উপহারের ব্যবস্থাকে যেমন প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে তেমনি নেটিজেনরা সন্দেহ করতে শুরু করেছেন সিস্টেমটিকেও।

সমালোচনার মুখে রচনা বন্দোপাধ্যায়

প্রসঙ্গত, বিতর্ক সত্ত্বেও দিদি নং ১ শোয়ের জনপ্রিয়তা কোন অংশে কমেনি। নতুন সিজন নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ ঠিকই বজায় রয়েছে। শোয়ের নতুন এপিসোডগুলিতে আরও নতুন নতুন প্রতিযোগী আসছেন, এবং তাঁদের জীবন সংগ্রামের গল্পগুলি মানুষের মনে দাগ কাটছে। এমনকি সাপ্তাহিক টিআরপি লিস্টেও শোয়ের টিআরপি বেশ ভালোই রয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X