Digital Ration Card: লাইনে দাঁড়ানোর ঝক্কি শেষ, এবার অনলাইনে বাড়িতে বানিয়ে ফেলুন ই-রেশন কার্ড!

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় নাগরিক হিসাবে রেশন কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নথি। এই রেশন কার্ডের মাধ্যমে এখন সরকারের তরফ থেকে নানা রকমের খাদ্য পরিষেবা প্রদান করা হচ্ছে। নাগরিকেরা ভর্তুকিযুক্ত পণ্য এবং সরকার দ্বারা চালু করা কিছু প্রকল্প থেকে নানা রকমের সুবিধা পেতে পারেন।

পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ড(Digital Ration Card) চালু করা হয়েছে। যার মাধ্যমে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ডিজিটাল পদ্ধতিতে রেশন কার্ড প্রদান করা হবে। কারণ বহু জায়গায় পুরনো কাগজের রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে না। ডিজিটাল রেশন কার্ডের জন্য যে সমস্ত জিনিস গুলো প্রয়োজন। সেগুলো হলো-

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন বৈধ এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর একটি রেশন কার্ড থাকতে হবে।
৩) নবদম্পতিরাও এই প্রকল্পের অধীনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন।

Ration Card

আরও পড়ুন: Aadhaar Card: আধার কার্ড চালু রাখতে লাগবে এই ২ টি ডকুমেন্ট! আর এই ক’দিন মিলবে সুযোগ

পশ্চিমবঙ্গের রাজ্যে ডিজিটাল রেশন কার্ডের জন্য কি কি তথ্য প্রয়োজন রয়েছে: প্যান কার্ড,  বৈধ মোবাইল নম্বর, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ইমেইল আইডি, পুরোনো রেশন কার্ড, বয়সের প্রমাণপত্র।

ডিজিটাল রেশন কার্ডের অফলাইন আবেদন প্রক্রিয়া: 

১) রেশন কার্ডের ফর্ম ডাউনলোড করতে হবে-https://cfw.rabbitloader.xyz/eyJjIjp0cnVlLCJoIjoicG1tb2RpeW9qYW5hLmluIiwidiI6NjA0MjkyMzk0LCJpIjoiYjFkZGQ3NTAtOTJlOS00NTM4LWEyMzYtY2QxOGMzM2Q1ZDAwIn0/wp-content/uploads/2021/05/WEST-BENGAL-RATION-CARD.png

২) নন-সাবসিডি রেশন কার্ডের জন্য রেশন কার্ডের ফর্ম ডাউনলোড করতে হবেhttps://cfw.rabbitloader.xyz/eyJjIjp0cnVlLCJoIjoicG1tb2RpeW9qYW5hLmluIiwidiI6NjA0MjkyMzk0LCJpIjoiNjgzMmRlNWQtZWNhNC00ZDNiLTRiNWEtMGIxN2I5ZWE2NjAwIn0/wp-content/uploads/2021/05/WB-Ration-Card.png

৩) এই ফর্ম ডাউনলোড করার পরে প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করতে হবে।

৪) এরপর রেশনিং অফিসারের অফিসে জমা করতে হবে।

অনলাইন আবেদন প্রক্রিয়া: 

১) প্রথমে https://wbpds.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) হোমপেজে ‘click here to apply’ ক্লিক করতে হবে।

৩) এরপরে মোবাইল নম্বর লিখতে হবে , ‘Get OTP’ অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপরে OTP লিখে নম্বরটি যাচাই করার জন্য VALIDATE ট্যাবে ক্লিক করতে হবে।

৫) সবকিছু করে ‘SUBMIT’ বাটনে ক্লিক করতে হবে।

 

Papiya Paul

X