দীর্ঘ কয়েক মাস ধরেই বাংলার অন্যতম প্রধান ক্লাব ইস্টবেঙ্গলে ডামাডোল অবস্থা। পরিস্থিতি এতটাই খরাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা অনিশ্চিত হয়ে পড়ে। ক্লাবের খারাপ অবস্থা দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন করেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবার সেই প্রসঙ্গ তুলে ইস্টবেঙ্গল ক্লাব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
এই প্রসঙ্গে হস্তক্ষেপ করে ইস্টবেঙ্গল ক্লাব এবং শ্রী সিমেন্ট কর্তাদের সঙ্গে নবান্নে বিশেষ বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মমতা ব্যানার্জি জানিয়ে ছিলেন, “যেটা নিয়ে সমস্যা হচ্ছিল সেটা মিটে গেছে অর্থাৎ ইস্টবেঙ্গলের জোট কেটে গেছে। এবার ইস্টবেঙ্গলের আইএসএল খেলতে আর কোন সমস্যা নেই। “খেলা হবে।”
এবার মেদিনীপুরের মাটি থেকে এই প্রসঙ্গে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ” বাঙালি এখন পা দিয়ে ফুটবল খেলেছে না কিংবা মাঠে গিয়েও ফুটবল খেলছে না। মঞ্চে দাঁড়িয়ে হাত দিয়ে ফুটবল খেলছেন রাজ্যের মন্ত্রীরা। এভাবে বাঙালি ফুটবলের উন্নতি হবে না। একটা দল গত বছর আইএসএলে 10 নম্বর শেষ করছিল। এবারে এখনও পর্যন্ত তারা দল গড়তে পারেনি। এবার তারা 11 নম্বরে শেষ করবে। আর এটা মুখ্যমন্ত্রীর অবদান। দিদির অনুপ্রেরণায় ইস্টবেঙ্গল আরও পিছনের দিকে এগিয়ে যাবে।”