Papiya Paul

রামকৃষ্ণ রবীন্দ্রনাথ ঠাকুর সবই তো অশিক্ষিত, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

আরো একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে গেলেন দিলীপ ঘোষ। বেশ কয়েকদিন ধরেই দিলীপ ঘোষ এবং তথাগত রায়ের মধ্যে কলহ চলছে। বিজেপির অন্দরের এই কলহ বেশ ভালোই উপভোগ করছে বিরোধীরা। এর মধ্যেই একটি বেফাঁস মন্তব্য করে আরো একবার নিজেকে উপহাসের পাত্র তৈরি করে দিলেন দিলীপ ঘোষ।
দলের বিরুদ্ধে নিজস্ব ক্ষোভ উগরে দিয়ে কিছুদিন আগেই তথাগত রায় লিখেছিলেন, “দল দালালদের জন্য আসন পেতে ছিল। গলগ্রহ হয়ে তাদের নিয়ে এসেছিল। আদর্শের জন্য যে সমস্ত মানুষ বিজেপি করত, তাদের বলা হয়েছিল আপনি এমন কেন করছেন? আজকের বিজেপির শোচনীয় পরিণতির দায় শুধুমাত্র বিজেপির”।

   

বর্ষিয়ান বিজেপি নেতার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেছিলেন,” বিজেপি যাদের বেশি সুযোগ-সুবিধা করে দিয়েছে, তারাই উল্টে দলের সব থেকে বেশি ক্ষতি করছে। এভাবে দলে থেকে আর কতদিন লজ্জা পাবেন আপনি? সবথেকে ভালো হয় দল ছেড়ে দিন”। উত্তরে তথাগত রায় বলেছিলেন,”এই সমস্ত কথাকে আমি গুরুত্ব দিই না”।

চলতে থাকা বিতরকের মধ্যে তথাগত রায় দিলীপ ঘোষকে অশিক্ষিত বলে কটাক্ষ করেছিলেন। উত্তর সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, কে কত শিক্ষিত, সব জানা আছে। কার কটা ডিগ্রী রয়েছে, কে কটা বই পড়েছে, আমাদের দেশে ঐ সমস্ত কেউ খুব একটা ভাবে না। এই দেখুন রামকৃষ্ণ দেব কত অশিক্ষিত ছিলেন, কিন্তু তাঁর বাণী নিয়ে আমরা সকলে এগিয়ে যাচ্ছি। অন্যদিকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় সংস্কৃতি এটাই। যদি কেউ নিজের দেশকে চিনতে না পারে, তাহলে সেটা তার মুর্খতা”।

দিলীপ ঘোষের এমন একটি মন্তব্যের পর তৃণমূল সাংসদ সৌগত রায় বলে ওঠেন,”দিলীপ ঘোষ নিজেই কত বড় অশিক্ষিত তা প্রমাণ হয়ে যায়। তিনি অশিক্ষিত বলেই তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে”।