বিধানসভায় গো হারান হারের পর এবার উপনির্বাচনে একই অবস্থা বিজেপির। এবার এই হেরে যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শাসক দলকে দায়ী করে তিনি বললেন নিজেদের হারের কথা। বুধবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে সকলের সামনে তিনি বলেন, “কিছুদিন পর পশ্চিমবঙ্গের অবস্থা চীনের মতো হবে। কিছুদিন পরেই এক পার্টি গণতন্ত্র হয়ে যাবে বাংলায়। ঠিক যেমনটা চীনে হয়েছে। একনায়কতন্ত্র গঠন হবে বাংলায়। অন্য কোন দল নির্বাচনে লড়তে পারবে না। তখন চাইলেও অন্য কোন দলকে আনতে পারা যাবে না”।
তিনি আরো বলেন, “পার্টির আদর্শে জন্যই কাজ করে কর্মীরা। নির্বাচন অথবা প্রচার কোন কিছুই করতে দেওয়া হচ্ছে না। এক কোণে করে দেওয়া হচ্ছে বিজেপিকে। হিন্দুত্বকে প্রাধান্য দিয়ে থাকি আমরা। ঠিক এই কারণে প্রতিবছর আমরা হেরে যাচ্ছি। ওরা কাউকে জিততে দেবে না”।
প্রসঙ্গত, শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৬৩,৮৯২ টি ভোট পেয়েছেন, খরদাহ তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় পেয়েছেন ৯৩ হাজার ৮৩২ টি ভোট, গোসাবায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল ১ লক্ষ ৪১ হাজার ভোটে, দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ১ লক্ষ ৬৪ হাজার অর্থাৎ প্রত্যেক তৃণমূল প্রার্থী নিজের নিজের এলাকায় থেকে বিপুল ভোটে জয় যুক্ত হয়েছেন। এমনকি দিনহাটা খরদাহ এবং গোসাবা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত করা হয় বিজেপির।