পার্থ মান্নাঃ সোনা হল এমন একটা বস্তু যেটা একদিকে যেমন শুভ হিসাবে মানেন সকলে তেমনি বিনিয়োগের দিক থেকেও একেবারে সেফ। আর কিছু বাড়ুক আর নাই বাড়ুক সোনার দাম বাড়তে বাধ্য। এই যেমন বছরের শুরুতে ১০ গ্রাম সোনার দাম ৬২ হাজার থাকলেও এখনই সেটা ৮০ হাজার হয়ে গিয়েছে। তবে এবার জানা যাচ্ছে এই মহার্ঘ ধাতু দিয়েই তৈরী হয়েছে দীপাবলি স্পেশাল মিষ্টি। যেটা লোকে কিনছেন আর খাচ্ছেনও। কি অবাক হলেন? চলুন জেনে নেওয়া যাক কোথায় বিকোচ্ছে আর দামই বা কত!
দীপাবলি স্পেশাল সোনার মিষ্টি
আজ ধনতেরস আর কাল কালীপুজো দীপাবলির এই উৎসবের মাঝেই ক্রেতারা ভিড় জমিয়েছেন সোনার দোকানে। অনেকেই মনে করেন এই সময় নাকি সোনার গহনা বা সোনা কেনা শুভ লক্ষণ। তবে আর সোনা গয়না নয়, চাইলে মিষ্টি কিনেও কাজ চালাতে পারবেন।
কত দাম সোনার তৈরী মিষ্টির?
জানা যাচ্ছে মহারাষ্ট্রের অমরাবতীর একটি দোকানে বিক্রি হয়েছে এই সোনার তৈরী মিষ্টি। যার নাম দেওয়া হয়েছে ‘সোনারি ভোগ’। আর দাম? দাম করা হয়েছে ১৪০০০ টাকা কেজি। তবে দাম বেশি হলেও লোকে দিব্যি আসছে কিনছে আর খাচ্ছে চোদ্দ হাজারি মিষ্টি।
কেন এত দাম ‘সোনারি ভোগের’?
সোনারি ভোগে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে। তবে সকলেরই মনে প্রশ্ন জেগেছে সত্যিই কি সোনা দিয়ে তৈরী এই মিষ্টি। দোকানদারের মতে, এই মিষ্টিতে ২৪ ক্যারেট সোনার মোড়ক দেওয়া হয়েছে যে কারণেই এই মিষ্টির দাম অনেকটা বেড়ে গিয়েছে।
তবে দাম বেশি হলেও বিক্রিতে কোনো কমতি নেই। দোকানদারের কথা মতে, গতবছরও এই মিষ্টির ডিমান্ড ছিল বেশ। তবে তখন ১১ হাজার টাকা কেজি বিক্রি হত। এখন সেটাই সোনার দাম বেড়ে যাওয়ায় ১৪০০০ টাকা কেজি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নাকি ১৪ ডালা মিষ্টি বিক্রি করা হয়ে গিয়েছে চাহিদা অনুযায়ী আরও মিষ্টি তৈরী করা হচ্ছে।