টেলিভিশনের(Television) হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ। ১৯৯২ সালে পা রেখেছেন বলিউডে(Bollywood)। কখনও তিনি হয়ে উঠেছেন বলিউড বাদশা, তো কখনও কিং খান। রোমান্টিক হিরো থেকে একেবারে অ্যাকশন হিরো রূপে ধরা দিয়েছেন দর্শকদের সামনে। মাঝখানে প্রায় ৪ বছর অভিনয় জগৎ থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছিলেন এই অভিনেতা। তবে ৪ বছর পর বড় পর্দায় মুক্তি পেল তাঁর ছবি।
২০২২ সালটা মোটেই ভালো ছিল না বলিউডের। দক্ষিণী ছবির ভিড়ে হারিয়ে গেছিল বলিউড। তবে নতুন বছরের শুরুতেই ফের ঘুরে দাঁড়ালো বলিউড। লম্বা লিস্টে অপেক্ষায় একের পর এক ছবি। শুরুটা হয়ে গেল শাহরুখ খানের হাত ধরে এককথায় বলতে গেলে বলিউডকে অক্সিজেন জোগাল শাহরুখের ‘পাঠান’।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। সমস্ত বিতর্ককে পেছনে ফেলে প্রথম দিনেই বাজার গরম করেছে পাঠান। দিন যতই এগোচ্ছে ততই বাড়ছে ছবির ব্যবসা। ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে প্রায় ৫৪২ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। ছবির এহেন সাফল্যে যথেষ্টই খুশি বলিউড জগৎ থেকে শুরু করে অভিনেতার ভক্তরা।
তবে ‘পাঠান’ ছবি নিয়ে একেবারেই না খুশি পরিচালক রামগোপাল বর্মা। তিনি নাকি শাহরুখের এই ছবি এখনও পর্যন্ত দেখেননি। পরিচালকের দাবি, যদি দক্ষিণী ছবি ‘কেজিএফ ২’ ৫০০ কোটি টাকার ব্যবসা করতে পারে তাহলে শাহরুখের ছবি এত কম ব্যবসা করবে কেন’?
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ দীপিকার পাঠান মুক্তি পাওয়ার পর থেকেই ঝড় উঠেছে বক্স অফিসে। হিন্দি ভাষার পাশাপাশি এই ছবি মুক্তি পেয়েছে তামিল এবং তেলেগু ভাষায়। এই ছবি দেখতে হলগুলিতে ভিড় জমাচ্ছেন শাহরুখ ভক্তরা। এই ছবি নিয়েই এবার মুখ খুললেন পরিচালক রাম গোপাল বর্মা।