Mithun Chakraborty

anita

Mithun Chakraborty: মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত মিঠুন চক্রবর্তী! এই রোগের সমস্যা জানলে ভয় ধরবে মনে

নিউজ শর্ট ডেস্ক:  শনিবার সকালেই আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এদিন ডিসকো কিং অসুস্থ হতেই দেশজুড়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অসংখ্য অনুরাগী। এদিন তড়িঘড়িই অভিনেতাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মস্তিষ্কের এক জটিল রোগে আক্রান্ত ৭৩ বছরের অভিনেতা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

   

এখনও পর্যন্ত চিকিৎসকদের দেওয়া আপডেট থেকে জানা গিয়েছে ডাক্তারি পরিভাষায় Ischemic Cerebrovascular Accident রোগে আক্রান্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী। কিন্তু এই জটিল রোগ সম্পর্কে ধারণা নেই অধিকাংশ মানুষেরই।  তাই সকলেই জানতে চাইছেন এই রোগ কতটা প্রাণঘাতি? তাই  এই রোগ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য কৌতুহলী হয়ে পড়েছেন সকলেই।

সেদিন ঠিক কি হয়েছিল অভিনেতার? চিকিৎসকদের দেওয়া মেডিকেল বুলাটিন থেকে জানা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর ব্রেন স্ট্রোক হয়েছে তবে তা সাধারণ মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত স্ট্রোক নয় মোটেই।

মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,মস্তিষ্কের রোগ,Ischemic Cerebrovascular Accident,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

Ischemic Cerebrovascular Accident রোগ আসলে কী?

এদিন অভিনেতার যে স্ট্রোক হয়েছে তা মূলত দুই ধরনের। প্রথম ক্ষেত্রে মস্তিষ্কের ভেতর রক্তক্ষরণ হয়। আর দ্বিতীয় ক্ষেত্রে মস্তিষ্কের ভেতর ব্লকেজ হয়ে থাকে। চিকিৎসকরা জানাচ্ছেন মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে মস্তিষ্কের ভেতর রক্তক্ষরণ হয়নি। তাই চিকিৎসকদের ধারণা মিঠুনের Ischemic Cerebrovascular Accident হয়েছে।

আরও পড়ুন: বেশি কিছু নয়, মাত্র ২ টি কাজেই পিটুনিয়া গাছে ভরবে ফুল, সবাই তাকাবে বাগানের দিকে

Transient Ischemic Attack কী?

আপাতত অভিনেতার MRI রিপোর্টের জন্য অপেক্ষা করছেন চিকিৎসকরা। কারণ এই রিপোর্ট আসলেই জানা যাবে তাঁর মস্তিষ্কে এই ব্লকেজ দীর্ঘদিন ধরে রয়েছে নাকি হঠাৎ করে হয়েছে। তবে অভিনেতার অস্ত্রোপচার করা হবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। আসলে ডাক্তারি পরিভাষায় TIA বলেও একটি শব্দ রয়েছে। যার সম্পূর্ণ অর্থ Transient Ischemic Attack। যদি অভিনেতা এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে তা শুধু ওষুধেই সরানো যাবে।

মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,মস্তিষ্কের রোগ,Ischemic Cerebrovascular Accident,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

TIA রোগের উপসর্গ কি?

Transient Ischemic Attack রোগে হলে রোগীর কথা জড়িয়ে যায়। এমনকি মুখের একটা অংশে বিকৃতি লক্ষ্য করা যায়।