SIP

SIP: বেশি লোভ করলেই মুশকিল, SIP-তে বিনিয়োগ করার আগে মাথায় রাখুন এই ৪ টি জিনিস, নাহলে নষ্ট হবে টাকা

নিউজশর্ট ডেস্কঃ বিনিয়োগ করার প্রসঙ্গ উঠলে এখন শুধুমাত্র পোস্ট অফিস কিংবা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট নয়, মোটা টাকা রিটার্নের জন্য মিউচুয়াল ফান্ডের(Mutual Fund) এসআইপিতেও(SIP) বহু মানুষ অর্থ বিনিয়োগ করছেন। এই মিউচুয়াল ফান্ড অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু তবুও এখানে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। সঠিকভাবে বিচার বিবেচনা করে যদি এসআইপিতে অর্থ বিনিয়োগ করা যায় তাহলে ভালো টাকা রিটার্ন পাওয়া যায়।

আপনি যদি এসআইপিতে অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে এক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেকোনো ভুল করলে আপনি ঠকে যাবেন এবং রিটার্ন অনেক কম আসবে। আজকের এই প্রতিবেদনে এসআইপি করার আগে কি করা উচিত সে সম্পর্কে ৪ টি কারণ জানাবো।

১) বিনিয়োগ করার আগে ভালোভাবে সমস্ত কিছু রিসার্চ করুন: এসআইপিতে অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই ভালো করে রিসার্চ করতে হবে। যেকোনো কারোর কথায় অন্ধের মত বিশ্বাস করে অর্থ বিনিয়োগ করা যাবে না। কারোর থেকে উপদেশ গ্রহণ করতে পারবেন কিন্তু নিজের সিদ্ধান্ত নিজেকেই গ্রহণ করতে হবে।

SIP

আরও পড়ুন: Work From Home Jobs: মহিলারা বাড়ি বসেই করতে পারেন এই ৪ কাজ, মাসে রোজগার লাখ লাখ টাকা! বদলে যাবে জীবন

২) ভালো রিটার্ন থাকলে তবেই বিনিয়োগ করবেন: আপনি যেই ফান্ডে বিনিয়োগ করবেন সেই ফান্ডের ইতিহাস আগে ভালো করে জেনে নিতে হবে। এর পাশাপাশি আপনি কত টাকা জমা করতে পারবেন সেটিও আগে ঠিক করে নেবেন। কারণ কোন এক মাসে অর্থ ঠিকভাবে জমা করতে না পারলে রিটার্ন সেভাবে পাওয়া যাবে না।

৩) এক জায়গায় না বিনিয়োগ করে একাধিক ফান্ডে বিনিয়োগ করুন: একটি নির্দিষ্ট ফান্ডে সমস্ত টাকা বিনিয়োগ না করে বিভিন্ন ফান্ডে টাকা বিনিয়োগ করতে হবে। এর কারণ ভবিষ্যতে যদি কোন ফান্ড মারাত্মক ধাক্কাও খায় তাহলে অন্যান্য ফান্ডের মাধ্যমে আপনার সেই টাকা উঠে যাবে।

৪) এসআইপি কখনোই মাঝপথে বন্ধ করা উচিত নয়: আপনি যদি এসআইপিতে বিনিয়োগ শুরু করে থাকেন তাহলে এই এসআইপিতে বিনিয়োগ করা কখনোই মাঝপথে বন্ধ করবেন না। অনেকেই আছেন যারা এসআইপিতে টাকা বিনিয়োগ শুরু করেন আবার মাঝপথে বন্ধ করে দেন। এক্ষেত্রে ভালো রিটার্নের বদলে মোটা টাকা লোকসান হতে পারে।

Avatar

Papiya Paul

X