নিউজশর্ট ডেস্কঃ শুধুমাত্র চাকরি বা ব্যবসা(Business) দিয়ে নয়, পশুপালন করেও আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারেন। পশুপালনের মাধ্যমে বাড়িতে বসেই প্রচুর টাকা আয় করতে পারেন। ইতিমধ্যেই পশুপালনে উৎসাহিত করার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা শুরু করা হয়েছে। বিশেষত, গ্রামের দিকে অর্থনীতি উন্নত করার জন্য পশুপালনের দিকে ঝোঁক বাড়াচ্ছে বিভিন্ন রাজ্যের সরকার(State Government)।
ঝাড়খন্ডে দুগ্ধবতি গাভী কেনার জন্য মোটা অংকের টাকা ভর্তুকি দেন সরকার। দুধের উৎপাদন বাড়ানোর জন্য সরকার মানুষকে উৎসাহিত করতে ভর্তুকি দিচ্ছে। একটি দুগ্ধবতী গাভী কেনার জন্য মাত্র ১০ শতাং খরচ করতে হয় সাধারণ মানুষকে। বাকি সমস্ত টাকা দেওয়া হয় সরকারের তরফ থেকে। পশুধন বিকাশ যোজনা আওতায় কৃষকদের এই সুবিধা দেওয়া শুরু হয়েছে।
সেখানে গবাদি পশু পালনকারী ব্যক্তিদের ঝাড়খন্ড সরকার ৯০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে গরু কিনতে সাহায্য করে। আবার অন্যান্য ক্ষেত্রে ৭৫ শতাংশ অনুদান দিচ্ছে সরকার। মূলত সাধারণ মানুষকে উৎসাহ বাড়ানোর ক্ষেত্রে প্রধান লক্ষ্য দুটো। একটি হল গোবরের উৎপাদন বাড়ানো, যাতে করে প্রাকৃতিক ও জৈব চাষ বাড়বে। দ্বিতীয়ত, এতে করে দুধের উৎপাদন বাড়বে।
আপনি যদি পশুপালন করে নিজের অর্থ উপার্জন বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পশুধন বিকাশ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এর সাথে গরু উন্নয়ন কর্মকর্তার অফিসে গিয়েও আবেদন করতে পারেন। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কৃষককে রাজ্যের স্থায়ী হতে হবে।
তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই প্রকল্পে কেবল গবাদি পশুপালক বা কৃষকরায় সুবিধাটা পাবে। সুবিধা গ্রহণ করার আগে পশুকে রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা তৈরি করতে হবে। এখেত্রে সরকারের সমস্ত শর্ত সঠিকভাবে পূরণ করলে তবেই ভর্তুকি মিলবে। তবে শুধু ঝাড়খন্ড নয়, মধ্যপ্রদেশের কৃষকরা এই ধরনের প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন।