PPF

PPF: টাকা থাকবে সুরক্ষিত, মিলবে নিশ্চিত রিটার্ন, এই PPF স্কিমের ৭ টি গুরুত্বপূর্ণ বিশেষত্ব জানেন তো?

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ের তরুণ প্রজন্মেরা অতিরিক্ত লাভের আশায় অর্থ বিনিয়োগের(Investment) ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পছন্দ করেন। তেমনি বহু মানুষ সরকারের বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে চান। সরকারি প্রকল্পে নিরাপদে এবং নিশ্চিন্তে বিনিয়োগ করা যায়। আবার অনেক ক্ষেত্রে সরকারি প্রকল্পে ট্যাক্স ছাড়ের সুবিধাও রয়েছে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড কি? আপনিও যদি নিরাপদে অর্থ বিনিয়োগের কোনো প্রকল্প খুঁজে থাকেন, তাহলে নিরাপদে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ-এ বিনিয়োগের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে(PPF) ৭.১% করে সুদ দেওয়া হচ্ছে।

এই একাউন্টের সাতটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব রয়েছে। যে কোন ব্যক্তি এখানে অর্থ বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। এটি কেন্দ্রীয় সরকার সমর্থিত প্রকল্প। তাই এখানে সুদের পরিমাণ সরকার নির্ধারণ করে। এখানের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকে। এর পাশাপাশি এই প্রকল্পে ট্যাক্সের সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন: AC: মেপে AC চালালেও হুড়মুড়িয়ে আসছে বিদ্যুতের বিল! এই ভুল করছেন না তো? তাহলে কিন্তু পস্তাবেন

এই প্রকল্পের বিপরীতে ঋণের সুবিধাও পাওয়া যাবে। এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগ EEE ক্যাটাগরিতে আসে। এই স্কিমে বিনিয়োগে কর ছাড় পাওয়া যাবে। এছাড়া এই প্রকল্পে ম্যাচুরিটির পর যে রিটার্ন আসে সেখানেও কোন কর দিতে হয় না। এ তবে ঋণ নিতে গেলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার এক বছর পর এই সুবিধা পাওয়া যায়।

PPF

তবে মনে রাখবেন, লোন নেওয়ার ক্ষেত্রে পিপিএফ-এর চেয়ে এক শতাংশ অধিক হারে সুদ দিতে হয়। এই প্রকল্পের সুদ দুটো মাসে কিস্তিতে বা একসঙ্গে পরিশোধ করা যায়। এই স্কিমের মেয়াদ থাকবে ১৫ বছর। তবে ৫ বছর মেয়াদে দুই বার মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।

Avatar

Papiya Paul

X