চলতি বছরের ঈদে মুক্তি পেয়েছে সলমন খানের (Salman Khan) বহু প্রতিক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Vai Kisi Ki Jaan)। লকডাউন পিরিয়ডের পর অনেকটা আশা নিয়েই বড় পর্দায় ফিরেছেন তিনি। তবে শাহরুখের (Shahrukh Khan) বেলায় যে উত্তেজনা, উৎসাহ পরিলক্ষিত হয়েছিল সলমনের ক্ষেত্রে সেই উত্তেজনা অনেকটাই কম।
যদিও ছবির বক্স অফিস কালেকশন নিয়ে এখনই কিছু বলা যাবেনা। আপাতত এই ছবি থেকে কোন তারকার ঝুলিতে কত টাকা গেছে সেই খতিয়ান দেখে নিন। প্রসঙ্গত, সলমনের এই ছবি হিট করানোর কোনো কসরতই বাকি রাখেনি পরিচালক প্রযোজকরা। ছবির কাস্টিং-ও নজরকাড়া।
পূজা হেগড়ে থেকে শুরু করে দগ্গুবাতি ভেঙ্কটেশ, এমনকি বিশেষ অতিথি হিসেবে রামচরণ ম্যাজিকও আনা হয়েছিল এই ছবিতে। সাথে পাঞ্জাবের ক্যাটরিনা শেহনাজ তো আছেনই। এখানেই শেষ নয়, ছবির কাস্টিং-এ রয়েছে আরও বড় চমক। ভাইজানের প্রথম ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ফেম ভাগ্যশ্রী, তার স্বামী হিমালয় এবং অভিমন্যু দাসানীকেও দেখা গেছে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ছবিটির প্রযোজনা করেছেন সলমন খানের নিজস্ব প্রযোজনা সংস্থা। স্বাভাবিকভাবেই সমস্ত তারকাদেরই ভালোরকম পারিশ্রমিক দিয়েছেন সলমন। পাশাপাশি এই ছবিটির জন্য তিনি নিজেই নিয়েছেন ১২৫ কোটি টাকা। এদিকে ছবির নায়িকা পূজা হেগড়ে নিয়েছেন ৬ কোটি টাকা। বিগবস ফেম শেহনাজ গিল নিয়েছেন ৫০ লক্ষ টাকা।
ভাইজানের এই ছবির হাত ধরেই বলিউড ডেবিউ করলেন তিনি। ছবিতে সলমনের ভাইয়ের চরিত্রে জেসি গিল নিয়েছেন ৬০ লক্ষ টাকা। রাঘব জুয়েল ছিলেন আরেক ভাইয়ের চরিত্রে, পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ৭০ লক্ষ টাকা। ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক। তিনি নিয়েছেন ২০ লক্ষ টাকা।
পাশাপাশি অভিনেতা সিদ্ধার্থ নিগমকেও দেখা গেছে গুরুত্বপূর্ণ ভূমিকায়। এর আগে বিভিন্ন বিজ্ঞাপনের মুখ হিসেবে দেখা গেছে থাকে। পাশাপাশি হিন্দি ধারাবাহিকেরও জনপ্রিয় মুখ তিনি। সাথে সাথে ধুম ৩, মুন্না মাইকেল ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির জন্য তিনিও পেয়েছেন ২০ লক্ষ টাকা। এখন দেখা যাক, ছবির মোট কালেকশন কী হয়!