নিউজশর্ট ডেস্কঃ এখন বর্তমান সময়ে কমবেশি প্রত্যেকটি মানুষেরই কমপক্ষে একটি হলেও ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও বহু মানুষ এই অ্যাকাউন্ট সম্পর্কে সঠিক তথ্য জানেন না। যেমন ব্যাংকের দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, একটি হলো কারেন্ট অ্যাকাউন্ট এবং অপরটি সেভিংস অ্যাকাউন্ট। এই দুই অ্যাকাউন্টর ক্ষেত্রে গ্রাহকদের সুদ দেওয়া হয়।
তবুও বেশিরভাগ মানুষ ফিক্সড ডিপোজিটে(Fixed Deposit) বেশি সুদ পাওয়া যায়। এই আশায় স্থায়ী আমানত করে থাকেন। তবে অনেকেই হয়তো জানেন না ব্যাঙ্ক কিছু কিছু ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের মত সুদ দিয়ে থাকে। এমনকি প্রায় তিন গুণ সমান বেশি সুদ সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। আর এখানে সুদের পরিমাণ দেখলে আপনি ফিক্সড ডিপোজিটের কথা ভুলে যাবেন। তবে এই পরিষেবা নেওয়ার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে কথা বলতে হবে।
এবার প্রশ্ন হল এই পরিষেবার নাম কি? এই পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের এই প্রতিবেদনটি আপনাকে পড়তে হবে। এই পরিষেবাটি হল অটো সুইপ সার্ভিস। অর্থাৎ এই সার্ভিসের মাধ্যমে আপনি এফডির থেকেও বেশি সুদ পেতে পারেন। আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনি এই সুবিধা গ্রহণ করতে পারেন। তবে এর জন্য আগে ব্যাংকে গিয়ে এটি এনাবেল করতে হবে।
জানা গিয়েছে যদি সেভিংস বা কারেন্ট একাউন্টে জমা টাকা সুইপ লিমিট পার হয়ে যায়। তাহলে অটো সুইপ সুবিধা অটোমেটিক ভাবে চালু হয়ে যায়। তবে এই অটো সুইপের ক্ষেত্রে আপনাকে ফান্ডের একটা লিমিট বেঁধে দিতে হবে। অর্থাৎ এই পরিষেবা চালু করার সময় আপনাকে ব্যাংকে জানাতে হবে যে আপনার একাউন্টে কত পরিমাণ অর্থ রয়েছে। এরপর যখনই আপনার ব্যাংক একাউন্টে সেই অর্থের থেকে বেশি অর্থ থাকবে তখন অতিরিক্ত অর্থ এফডিতে যাবে। যার ওপরে আপনি সুদ নিতে পারবেন।
একই সাথে যদি সেভিংস একাউন্টে অর্থের পরিমাণ সীমার নিচে চলে আসে। তাহলে আপনার এফডি একাউন্ট থেকে অর্থের পরিমাণ আবার ব্যাংকে ফিরে আসবে। এই পদ্ধতিকে বলা হয় রিভার্স সুইপ। অর্থাৎ আপনার যদি বেশি করে টাকা জমানোর সুবিধা থাকে তাহলে আপনি এই পরিষেবাটি নিলে সুদের পরিমাণও বেশি পাবেন এবং আপনার টাকা আরও বেশি জমবে।