Aeroplane Price

Additiya

বাইক-গাড়ির দাম তো জানেন, বিমানের দাম কত জানেন? জানলে মাথা ঘুরে যাবে আপনার

বর্তমান সময়ে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যয়। ভ্রমণ করা যায় এক দেশ থেকে অন্য দেশ। দেশের বিভিন্ন প্রান্ত ভ্রমণের জন্য আমরা সাধারণত ভরসা রাখি ট্রেনে (Train) । এতে একদিকে যেমন খরচ হয় কম তেমনি আরামদায়ক হয় যাত্রা। তবে যদি বিদেশ (International Tour) ভ্রমণের ইচ্ছে হয়? সে ক্ষেত্রে অবশ্য বেশিরভাগ মানুষই ভরসা রাখেন বিমানে। এতে খুব অল্প সময়ের মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিতে পারি আমরা।

   

এমনকি দেশের বিভিন্ন প্রান্তে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়ার জন্যও অনেকেই বেছে নেন বিমান। একটি বাস কিংবা ট্রেন তৈরি করতে মোটামুটি কত টাকা খরচ হতে পারে সেই ধারণা অল্প বিস্তর সকলেরই জানা আছে। তবে একটি বিমান তৈরি করতে কত টাকা খরচ হয় জানেন? ঠিক কত কোটি টাকা খরচ হতে পারে একটি বিমান তৈরিতে? আজকের এই বিশেষ প্রতিবেদনে দেব সেই তথ্য।

জানিয়ে রাখি, বিমান তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট কোন মূল্য ধার্য করা নেই। যে সংস্থা যেভাবে বিমান তৈরি করতে চায় তার ওপর নির্ভর করে খরচ। আকার, সরঞ্জাম, কত সিটের বিমান তৈরি হচ্ছে, এবং কতজন শ্রমিক এই বিমান তৈরির জন্য নিযুক্ত থাকছেন তার ওপরই নির্ভর করে বিমান তৈরীর মূল্য। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, যদি কেউ ৬ সিটের একটি বিমান তৈরি করতে চান তাহলে অবশ্যই তার মূল্য অনেকটাই কম হবে। তবে ৩০০ আসনের বিমান তৈরি করলে তার খরচ হবে বহুগুণ।

বিমান,বিমানের দাম,বিদেশ ভ্রমন,ট্রেন,Train,International Tour,Aeroplane,Aeroplane Price

ফাইন্যান্স অনলাইন ওয়েবসাইট অনুযায়ী, একটি বিমান তৈরি করতে প্রায় কোটি টাকা খরচ হয়। বোয়িং কোম্পানি যে সমস্ত বিমান তৈরি করে সেগুলির দাম হয় সব থেকে বেশি। যদিও এর পেছনে রয়েছে বিশেষ কারণ। আসলে এই বিমানে থাকে অত্যাধুনিক প্রযুক্তি। এক একটি বিমান তৈরি করতে নিযুক্ত করতে হয় অনেক শ্রমিক। এই কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বোয়িং কোম্পানির বিমান বিক্রি হয় ব্যাপক দামে।

তবে আমাদের দেশে সব ধরনের বিমানই চলে। যেমন ৬ সিটের বিমানও দেখা যায় তেমনি দেখা যায় বিশাল গ্লোবমাস্টারের মতো বিমান। এই বিমানগুলি সাধারণত ব্যবহার করেন বায়ুসেনারা। এছাড়াও দেশের গণ্যমান্য ব্যক্তিরা ব্যবহার করেন নিজস্ব বিমান।