Ticket Discount

Ticket Discount: ট্রেনের টিকিটে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়! এইসব যাত্রীদের জন্য দুর্দান্ত অফার রেলের

নিউজশর্ট ডেস্কঃ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলে(Indian Railways) যাতায়াত করে থাকেন। অল্প খরচের মধ্যে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ভারতীয় রেলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তবে ভারতীয় রেলে ট্রেনে সফর করার সময় অবশ্যই বৈধ টিকিট যাত্রীদের থাকা উচিত। টিকিট না নিয়ে ট্রেনে সফর করলে তা যেমন আইনত অপরাধ, তেমনি ধরা পড়লে মোটা টাকা জরিমানা হয়।

ট্রেনের টিকিটের দাম নিয়ে এখনো বহু নাগরিকদের মধ্যে রেলের বিরুদ্ধে নানা রকমের মন্তব্য করতে শোনা যায়। এর কারণ হলো আগে প্রবীণ নাগরিকদের জন্য সফর করার সময় বিপুল পরিমাণে অর্থ ছাড়(Ticket Discount) দেওয়া হতো। তবে সেই ছাড় এখন আর দেওয়া হয়না। করোনার সময় থেকে সেই ছাড় বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকেরা বারবার এই সুবিধা ফিরিয়ে আনার জন্য রেলের কাছে আবেদন করেছেন।

তবে রেল যে ট্রেনের টিকিটের ছাড় দেয় না এই কথাটা কিন্তু সত্যি না। এর কারণ হল রেলের তরফ থেকে বেশ কিছু যাত্রীদের ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় টিকিটের দামের ওপর দেওয়া হয়। কিছু যাত্রী আছেন, যাদের মধ্যে কেউ কেউ ২৫ শতাংশ ছাড় পেয়ে থাকেন, কেউ আবার ৫০ শতাংশ, কাউকে আবার ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। রেলের তরফ থেকে সেই সকল যাত্রীদের বিশেষ ছাড় দেওয়া হয়। যারা বিশেষভাবে সক্ষম, মানসিক প্রতিবন্ধী অথবা দৃষ্টিহীন যাত্রী।

Indian Railways

আরও পড়ুন: BMW Bike: ভারতের মার্কেটে হাজির BMW বাইক, টপ স্পিড ঘন্টায় ২৭৮ কিমি! দাম শুনলে তাজ্জব হবেন

এই সকল যাত্রীরা যেহেতু কারো সাহায্য ছাড়া চলতে পারেন না তাই রেলের তরফ থেকে তাদের টিকিটের উপর বিশেষ ছাড় দেওয়া হয় এবং সেই ছাড়ের মূল্য ৭৫ শতাংশ পর্যন্ত রয়েছে। ট্রেনের শ্রেণীর উপর ভিত্তি করে এই ছাড় নির্বাচন করা হয়। যে সকল যাত্রীরা সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস, এসি চেয়ার ফার্স্ট ক্লাস অথবা এসি থ্রি টায়ার ভ্রমণ করেন তারা ৭৫ শতাংশ পর্যন্ত টিকিটে ছাড় পান।

Indain Railways

এছাড়া যারা রাজধানী অথবা শতাব্দী এক্সপ্রেসের মতো এসি থ্রি টায়ার অথবা এসি চেয়ার কারে ভ্রমণ করেন তারা ২৫ শতাংশ ছাড় পান। ফার্স্ট ক্লাস এবং এসি টু টায়ারে ভ্রমণ করলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। এর পাশাপাশি মান্থলি অথবা কোয়ার্টারলি টিকিটের ক্ষেত্রেও ৫০ শতাংশ রেলের তরফ থেকে ছাড় দেওয়া হয়। এছাড়া যে সকল যাত্রীরা যক্ষা, ক্যান্সার এমনকি হৃদরোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে রেলের তরফ থেকে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয়।

Avatar

Papiya Paul

X