দূরপাল্লার যাত্রা হোক কিংবা ভালো লাগার যাত্রা অনেকেই পছন্দ করেন ট্রেনে (Indian Railway)যাত্রা করতে। এই ভালোলাগার মাঝেও যেন এক ভয় কাজ করে মানুষের মধ্যে। প্রিমিয়াম হোক বা মেইল এক্সপ্রেস, কালো কোর্ট পরিহিত ব্যক্তিদের দেখলে সকলেই একটু হতচকিত হয়ে পড়েন তা বলার বাকি থাকে না। তবে অনেকেরই ধারণা যারা এই ট্রেনের টিকিট পরীক্ষা করেন তারাই TTE বা TC।
বর্তমান সময়ে ৯৯ শতাংশ মানুষের মধ্যে এই ধারণা থাকলেও এই ধারণা একেবারেই ভুল। প্ল্যাটফর্ম কিংবা ট্রেনে কালো কোর্ট পরিহিত এই ব্যক্তিরা টিকিট পরীক্ষা করে দেখলেও দুজনের রয়েছে ভিন্ন ভিন্ন কাজ ,ভিন্ন ভিন্ন গুরুত্ব যা অনেকেই জানেন না। যার কারণে অনেকেই চলন্ত ট্রেনে কালো কোট পরিহিত এই ব্যক্তিদের দেখলেই গুলিয়ে ফেলেন TTE না TC ?
TTE কিংবা TC, রেল দপ্তরের দুই কর্মী টিকিট পরীক্ষা করা এবং টিকিট ছাড়া যাত্রীদের উপর জরিমানা আরোপ করার কাজ করেন ঠিকই , কিন্তু অনেকেই হয়তো জানেন না তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে। কিংবা তাদের কর্মপদ্ধতিটাই বা কি। আদতে TTE কিংবা TC দুজনের কাজই টিকিট পরীক্ষা করা। তবে রেলের এই দুই অফিসারের কাজের পদ্ধতির মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য।
প্রিমিয়াম ট্রেন হোক কিংবা মেইল এক্সপ্রেস, চলন্ত ট্রেনে যিনি ট্রাভেল টিকিট পরীক্ষা করতে আসেন, যাত্রীদের টিকিট পরীক্ষা করে দেখেন তারা হলেন TTE। যাদের কাজ ট্রেনে ভ্রমণকারী ব্যক্তিদের টিকিট পরীক্ষা, তাদের আইডি পরীক্ষার সহ ট্রেনের যাত্রীর আসন পরীক্ষা করে দেখা। ট্রেনের ভিতরে কালো কোর্ট পরিহিত যে সমস্ত রেলের অফিসাররা টিকিট পরীক্ষাসহ যাবতীয় কাজ করে থাকেন তারাই হলেন TTE।
অন্যদিকে TC রাও টিকিট পরীক্ষার কাজ করেন। বিভিন্ন স্টেশন, জংশন কিংবা বিভিন্ন প্লাটফর্মে দাঁড়িয়ে যারা ট্রেনে ভ্রমণকারী যাত্রী কিংবা প্লাটফর্মে অবতরণকারী যাত্রীদের টিকিট পরীক্ষা করেন তারাই TC। TC বলতে, টিকিট কালেক্টরকেই বোঝায়। যারা প্ল্যাটফর্মের টিকিট চেক করেন। ট্রেনের টিকিট পরীক্ষা করা তাদের অধিকারের বাইরে।