Papiya Paul

‘গোল্ড ইজ মাই গড!’ এই ব্যক্তির জন্যই গা ভর্তি সোনার গয়না পরতেন বাপ্পি লাহিড়ী!

প্রয়াত হয়েছেন ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী(Bappi Lahiri)। বুধবার মুম্বাইয়ের হাসপাতালে মৃত্যু হয় সংগীতশিল্পীর। প্রায় পাঁচ দশকের বেশি সময় ৫০০০-এর ওপরে গান রেকর্ড করেছিলেন তিনি। আর তার এই গানের জাদুতেই সকলকে নাচাতেন তিনি। সোনার গয়না আর রঙিন সানগ্লাসে এক আলাদাই ব্যক্তিত্ব ছিল তাঁর। এইজন্য ভারতের ‘গোল্ডম্যান’ হিসেবেও তাকে ডাকা হতো।

   

সবসময় তিনি প্রচুর গয়না পড়ে থাকতেন। তবে এই এত গয়না পড়ে থাকার পেছনে কারণ ছিল। বাপি লাহিড়ী বলেছিলেন, ‘গোল্ড ইজ মাই গড’। এই সোনা পরে থাকার কারন হিসেবে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন আমেরিকার রকস্টার এলভিস প্রেসলির থেকেই এর প্রতি আগ্রহ জন্মেছিল তাঁর।

সেই সাক্ষাৎকারের বাপ্পিদা বলেছিলেন যে এলভিস প্রেসলি গলায় সোনার হার পরতেন। আর তিনি ছিলেন প্রেসলির বড় ভক্ত। আর তাকে দেখেই তিনি ভেবেছিলেন জীবনে কোনোদিন সাফল্য পেলে নিজের ইমেজ আলাদাভাবে তৈরি করবেন। আর ভগবানের আশীর্বাদে তিনি সোনা দিয়ে তা করতে পেরেছেন। অনেকই ভাবেন যে তিনি লোক দেখানোর জন্য গয়না পরেন। কিন্তু তা সত্যি নয়। সোনা তাঁর জন্য খুব পয়া।

প্রথমদিকে সোনার গয়না পরতেন তিনি। পরে এর সাথেই ‘Luminex Uno’ নামের একটি ধাতু ব্যবহার করতেন। যা খুব মূল্যবান একটি জিনিস। যেটি রি করা হত সোনা, প্ল্যাটিনাম আর রুপো দিয়ে। উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর কাছে প্রায় ৭৫৪ গ্রাম সোনা ছিল। আর রুপো ছিল ৫০০ কেজির উপরে।