do you know shahrukh-khans this record no one can break

Moumita

পরপর ১৭ টি ছবিতে বাম্পার ওপেনিং-র রেকর্ড! শাহরুখ ভক্ত হয়েও এই বিষয়টি জানেন?

বলিপাড়ার(Bollywood) তিন খানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কে? অনুরাগীদের মধ্যে এই রেষারেষি আজীবনের। সলমন(Salman Khan) এবং আমিরের(Aamir Khan) অভিষেক যদিও আগেই হয়ে গেছিল। এরপর ১৯৯২ সালে দিওয়ানা(Deewana) ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খান(Shahrukh Khan)। আর বাকিটা ম্যাজিক! যদিও তিন তারকাই তাদের কেরিয়ারে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তবে শাহরুখের ব্যাপারটাই হাটকে।

   

তিন দশকের কেরিয়ারে শাহরুখ যেভাবে লাগাতার হিট ছবি উপহার দিয়ে গেছেন এরকম একটানা হিট(Hit) মুভি(Movie) খুব কম তারকার ঝুলিতেই আছে। বলিউডে শাহরুখ খানের সমসাময়িক অভিনেতা দের মধ্যে হাইয়েষ্ট বাম্পার ওপেনিং-র রেকর্ড তার নামেই রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী শাহরুখ খান’ই তার জেনারেশন এর একমাত্র অভিনেতা যিনি হ্যাট্টিক বাম্পার ওপেনিং দেওয়ার রেকর্ড করেছেন।

শাহরুখ খানের বাম্পার ওপেনিং নেওয়া মুভিগুলিঃ

1. ডর (Darr 1993) : ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি শাহরুখের জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট। কারণ এই ছবির পর থেকেই একটার পর একটা সাফল্যের মুখ দেখতে থাকেন তিনি।

2. করন অর্জুন (Karan Arjun 1995) : এই ছবিটি সাইন করার সময় শাহরুখ নিজেও জানতেন না যে তার জন্য কী অপেক্ষা করে আছে! শাহরুখ এবং সলমনের যুগলবন্দি দেখে দর্শক এতটাই অভিভূত হয়েছিল যে ব্লকব্লাস্টার হিট হয়েছিল ছবিটি।

3. ত্রিমূর্তি (Trimurti 1995) : সেই বছরই মুক্তি পায় ত্রিমূর্তি। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এটিও সুপারহিট হয়।

4. কোয়লা (Koyla 1997) : ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত কোয়লা ছবিটির কথা কমবেশি সকলেই জানেন।

5. কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai 1998) : কিছু কিছু সিনেমা এমন থাকে যা এভারগ্রীন হয়। যতবারই দেখা হোক না কেন ততবারই নতুন লাগে। এই ছবিটিও সেরকমই একটি।

6. বাদশা (Baadshah 1999) : তালিকার পরবর্তী নামটি হল বাদশা। এটিও শাহরুখের কেরিয়ারের অন্যতম হিট ছবি।

7. জোশ (Josh 2000) : একটু ভিন্ন ঘরানার ছবি ছিল জোশ। ঐশ্বর্য এবং শাহরুখ দুই সুপারস্টারকে দেখা গেছিল এই ছবিতে। যদিও তারা ভাই বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন।

8. কাভি খুশি কাভি গাম (Kabhi Khushi Kabhie Gham 2001) : কিং খানের কেরিয়ারের অপর একটি মাইলফলক ছিল কাভি খুশি কাভি গাম‌। মাল্টিস্টারার এই মুভিটি রেকর্ড ব্যবসা করেছিল সেই সময়। ছবিতে অভিনয় করেছিলেন কাজল, হৃত্বিক, অমিতাভ, করিনা ও জয়া বচ্চনের মত খ্যাতনামা তারকারা।

9. দেবদাস (Devdas 2002) : কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবচেয়ে বেদনাদায়ক উপন্যাসের মধ্যে একটি হল দেবদাস। শরৎচন্দ্র ঠিক যেভাবে পারু আর দেবদাদার অসম্পূর্ণ প্রেম কাহিনী লিখেছেন, তা নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন শাহরুখ এবং ঐশ্বর্য।

10. ম্যায় হুঁ না (Main Hoon Na 2004) : ছবিতে এক আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করেছিলেন শাহরুখ। এবং তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন সুস্মিতা সেন।

এছাড়াও তালিকায় রয়েছে ‘ভীর জারা’ (2004), ‘কাভি আলবিদা না কেহনা’ (2006), ‘ডন’ (2006), ‘ওম শান্তি ওম’ (2007), চেন্নাই এক্সপ্রেস (2013), ‘হ্যাপি নিউ ইয়ার’ (2014) ও ‘পাঠান’ (2023)। আসন্ন ছবি ‘জওয়ান’, ‘ডানকি’ সুপারহিট হলে এই তালিকা আরো লম্বা হবে।