আজ ১৩ই আগস্ট বিশ্ব বাঁহাতি দিবস। আমাদের চারপাশে এমন অনেকেই আছেন, যাদের নিত্যদিনের কাজ সম্পন্ন হয় বাঁহাত দিয়েই। আমাদের কাছে বিষয়টা একটু অন্যরকম লাগলেও তাদের কাছে খুবই নরমাল। আজকে আমরা খুবই পরিচিত ৬ জনের ব্যাপারে বলবো যারা বাঁহাতি।
১) সোনাক্ষী সিনহা : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আসলে বাঁ হাতি। বলিউডের অনেক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। লেখালেখির জন্য মূলত বাঁ হাতকেই ব্যবহার করেন তিনি।
২) অভিষেক বচ্চন : মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে এবং জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন তার বাবার মতোই একজন বাঁহাতি। ডান হাতের চেয়ে বাঁ হাতই বেশি সক্রিয় তার।
৩) অমিতাভ বচ্চন : সারাবিশ্বের অন্যতম বিখ্যাত বাঁহাতি হলেন বিগ বি অমিতাভ বচ্চন। তবে তার ডান হাতও সমান গতিতে ছুটতে থাকে। জানিয়ে রাখি যে, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই বাঁহাতি। তালিকায় রয়েছেন রজনীকান্ত থেকে শুরু করে সোনাক্ষী সিনহা এমনকি সানি লিওনিও বাঁহাতি।
৪) আদিত্য রয় কাপুর : বলিউডের ইয়ং সুপারস্টার আদিত্য রায় কাপুরও বাম হাতে কাজ করেন। ‘আশিকি ২’ ছবি দ্বারা রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন তিনি।
৫) কপিল শর্মা : ভারতীয় কমেডির রাজা তিনি। তার শো ‘The Comedy nights with Kapil’, সারা ভারতে খুবই জনপ্রিয় হয়। তিনিও যে একজন বাঁহাতি, জানতেন আপনি?
৬) করণ জোহর : করন জোহরকে কেনা চেনে। বিখ্যাত ছবি নির্মাতা, চিত্রনাট্যকার ও কস্টিউম ডিজ়াইনার করণ জোহর বাস্তবে পুরোপুরিভাবে একজন বাঁ হাতি।