বাঁহাতি দিবস,নরেন্দ্র মোদি,অমিতাভ বচ্চন,রতন টাটা,শচীন টেন্ডুলকর,কপিল শর্মা,কারণ জোহর,World left day,Narendra Modi,Amitabh Bachchan,Ratan Tata,Sachin Tendulkar,Kapil Sharma Karan Johar

Moumita

‘বাঁ হাতে লিখেই বিশ্বজয়’, শচীন থেকে রতন টাটা, বাঁ হাতে লিখেই বাজিমাত করেছেন এই ভারতীয় ব্যক্তিত্বরা

আজ ১৩ই আগস্ট বিশ্ব বাঁ হাতি দিবস। আমাদের চারপাশে এমন অনেকেই আছেন, যাদের নিত্যদিনের কাজ সম্পন্ন হয় বাঁহাত দিয়েই। আমাদের কাছে বিষয়টা একটু অন্যরকম লাগলেও তাদের কাছে খুবই নরমাল। আজকে আমরা খুবই পরিচিত ৬ জনের ব্যাপারে বলবো যারা বাঁহাতি।

   

১) নরেন্দ্র মোদী : বিশ্বে সবচেয়ে বড় গণতন্ত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে বাঁহাতি। তবে অনেক সময় তিনি লেখালেখির জন্য নিজের ডানহাতকেই বেশি ব্যবহার করেন। জানিয়ে রাখি যে, মহাত্মা গান্ধীও ছিলেন একজন বাঁহাতি।

বাঁহাতি দিবস,নরেন্দ্র মোদি,অমিতাভ বচ্চন,রতন টাটা,শচীন টেন্ডুলকর,কপিল শর্মা,কারণ জোহর,World left day,Narendra Modi,Amitabh Bachchan,Ratan Tata,Sachin Tendulkar,Kapil Sharma Karan Johar

২) অমিতাভ বচ্চন : সারাবিশ্বের অন্যতম বিখ্যাত বাঁহাতি হলেন বিগ বি অমিতাভ বচ্চন। তবে তার ডান হাতও সমান গতিতে ছুটতে থাকে। জানিয়ে রাখি যে, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই বাঁহাতি। তালিকায় রয়েছেন রজনীকান্ত থেকে শুরু করে সোনাক্ষী সিনহা এমনকি সানি লিওনিও বাঁহাতি।

বাঁহাতি দিবস,নরেন্দ্র মোদি,অমিতাভ বচ্চন,রতন টাটা,শচীন টেন্ডুলকর,কপিল শর্মা,কারণ জোহর,World left day,Narendra Modi,Amitabh Bachchan,Ratan Tata,Sachin Tendulkar,Kapil Sharma Karan Johar

৩) রতন টাটা : ভারতের সবচেয়ে সেরা কোম্পানি টাটা গ্রুপের মালিক তিনি। খুবই অমায়িক এবং মাটির মানুষ হওয়ায় সারা ভারতবাসীর অত্যন্ত প্রিয় তিনি। রতন টাটা নিজে একজন বাঁহাতি। এমনকি বাঁহাতি লোকেদের জন্য তিনি একটি বিশেষ স্কলারশিপও তৈরি করেছিলেন।

বাঁহাতি দিবস,নরেন্দ্র মোদি,অমিতাভ বচ্চন,রতন টাটা,শচীন টেন্ডুলকর,কপিল শর্মা,কারণ জোহর,World left day,Narendra Modi,Amitabh Bachchan,Ratan Tata,Sachin Tendulkar,Kapil Sharma Karan Johar

৪) সচিন তেন্ডুলকর : মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটে তাকে ভগবানের সাথে তুলনা করা হয়, তিনি নিজেও একজন বাঁ হাতি। ক্রিকেটে বাঁহাতি প্লেয়ারের অবশ্য অভাব নেই। যুবরাজ সিং থেকে জাহির খান বা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি, সবাই বাঁহাতি।

বাঁহাতি দিবস,নরেন্দ্র মোদি,অমিতাভ বচ্চন,রতন টাটা,শচীন টেন্ডুলকর,কপিল শর্মা,কারণ জোহর,World left day,Narendra Modi,Amitabh Bachchan,Ratan Tata,Sachin Tendulkar,Kapil Sharma Karan Johar

৫) কপিল শর্মা : ভারতীয় কমেডির রাজা তিনি। তার শো ‘The Comedy nights with Kapil’, সারা ভারতে খুবই জনপ্রিয় হয়। তিনিও যে একজন বাঁহাতি, জানতেন আপনি?

বাঁহাতি দিবস,নরেন্দ্র মোদি,অমিতাভ বচ্চন,রতন টাটা,শচীন টেন্ডুলকর,কপিল শর্মা,কারণ জোহর,World left day,Narendra Modi,Amitabh Bachchan,Ratan Tata,Sachin Tendulkar,Kapil Sharma Karan Johar

৬) করণ জোহর : করন জোহরকে কেনা চেনে। বিখ্যাত ছবি নির্মাতা, চিত্রনাট্যকার ও কস্টিউম ডিজ়াইনার করণ জোহর বাস্তবে পুরোপুরিভাবে একজন বাঁ হাতি।