Papiya Paul

Vande Bharat: বন্দে ভারত থেকে কত টাকা আয় হয় রেলের! উত্তর শুনলে চমকে যাবেন

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেলের অন্যতম জনপ্রিয় ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)। প্রায় প্রত্যেকটি রাজ্যেই এই বন্দে ভারত ট্রেনটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে। আর এই বন্দে ভারত ট্রেন নিয়ে সারা দেশবাসীর মধ্যে এক আলাদা উত্তেজনা কাজ করে। তাই প্রতিমুহূর্তে এই ট্রেনের পরিষেবা আরো কি করে উন্নততর করা যায় তার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।

   

এই ট্রেনে আনা হচ্ছে একের পর এক নতুন ফিচারস। বলাই বাহুল্য, এই ট্রেন থেকে রেল কর্তৃপক্ষ কত টাকা উপার্জন করছে এই নিয়েও কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি একটি আরটিআই-এ বন্দে ভারতের আয় সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছে রেল কর্তৃপক্ষ।

সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেস থেকে কত টাকা আয় হচ্ছে কিংবা এই পরিষেবার জন্য রেল কর্তৃপক্ষের কত টাকা লাভ কিংবা ক্ষতি হচ্ছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য আরটিআই-এর মাধ্যমে মধ্যপ্রদেশের বাসিন্দা গৌ  চন্দ্রশেখর জানতে চেয়েছিলেন। এই উত্তরে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন বন্দে ভারতের আয়-ব্যয়ের কোন রেকর্ড নাকি রাখা নেই। তবে শুধুমাত্র বন্দে ভারত নয় কোন ট্রেনেরই আলাদা করে কোন আয় এবং খরচের হিসাব রেল কর্তৃপক্ষ রাখেনা।

Vande Bharat

আরও পড়ুন: RBI: ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার আগে সতর্ক থাকুন, RBI-র নতুন নিয়ম না জানলে পড়বেন ঝামেলায়

তবে অবাক করার মতো বিষয় হলো যে এই ট্রেন কতটা পথ এক বছরে পাড়ি দিয়েছে? কতগুলো ট্রেন পরিষেবা দিচ্ছে? কতজন মানুষ এই ট্রেনে পরিষেবা গ্রহণ করছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে রেল কর্তৃপক্ষের কাছে। অথচ এই বন্দে ভারত এক্সপ্রেস থেকে কত টাকা আয় হচ্ছে সেই বিষয়ে কোন তথ্য রাখেনি রেল কর্তৃপক্ষ।

অর্থাৎ ওই ব্যক্তির রাজস্ব সংক্রান্ত আরটিআই-এর সঠিক উত্তর দিতে পারেনি রেল কর্তৃপক্ষ। তবে বন্দে ভারত সংক্রান্ত অন্যান্য প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তারা। রেল কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে বন্দে ভারত এক্সপ্রেস এখনও পর্যন্ত ৯২% সিট বুকিং-এর ওপরে চলছে। প্রসঙ্গত, উল্লেখ্য ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছিল। সেই ট্রেন দিল্লি থেকে বারানসি অব্দি চলেছিল। ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট প্রায় ২ কোটি মানুষ এই ট্রেনের পরিষেবা গ্রহণ করেছেন। গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ট্রেন পরিষেবা প্রদান করে।