Senior Citizen Card

Senior Citizen Card: সরকার এনেছে সিনিয়র সিটিজেন কার্ড! কি কি সুবিধা আছে জানেন? জানলে উপকারে আসবে

নিউজশর্ট ডেস্কঃ সরকারের তরফ থেকে এবার আসতে চলেছে সিনিয়র সিটিজেন কার্ড(Senior Citizen Card)। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই বিশেষ পদক্ষেপ অনেক আগেই নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই দেশের বেশ কিছু রাজ্যে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে। এবার সেই সুযোগ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গকেও।

যদিও বাংলার নাগরিকদের জন্য এই সুবিধা থাকলেও সরকারি ভাবে সিনিয়র সিটিজেন কার্ড দেওয়ার উদ্যোগ এখনও নেওয়া হয়নি। কিন্তু কলকাতা পুলিশ প্রবীণ নাগরিকদের নিয়ে ‘প্রণাম’ নামে একটি বিশেষ সুরক্ষা উদ্যোগ চালাচ্ছে। যেখানে অংশ নিলে প্রবীর নাগরিকদের এমনই একটি বিশেষ কার্ড দেওয়া হবে।। ৬০ বছর অতিক্রম হয়ে গেলেই সিনিয়র সিটিজেনের তকমা লেগে যায়।

সেই সময় মানুষ কর্মজীবন থেকে অবসর নেন। স্বাভাবিকভাবেই এই সময় শারীরিকভাবে অক্ষমতার জন্য অনেকেই চাইলেও কাজ করতে পারেন না। তাই সিনিয়র সিটিজেনদের জন্য সরকারের পক্ষ থেকে নানা রকমের সামাজিক প্রকল্পও সুবিধা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে বিডিওদের উদ্যোগে প্রবীন নাগরিকদের সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Earning Tips: পকেটে ঢুকবে কাঁড়ি কাঁড়ি টাকা, চাকরি ছেড়ে শুরু করুন এই ব্যবসা, হবে বিপুল লক্ষ্মীলাভ

এখানে প্রবীণ নাগরিকদের জন্য নির্ধারিত প্রকল্পের সুবিধা প্রদানে প্রশাসনের তরফ থেকে বিশেষ সুবিধা গ্রহণ করা হয়।। তবে বাংলায় এখনো সরকারের উদ্যোগে সিনিয়র সিটিজেন কার্ড নেওয়ার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সিনিয়র সিটিজেন কার্ড থাকলে কী কী সুবিধা পাওয়া যায়?

১) Senior Citizen Card-এর ক্ষেত্রে প্রবীণ নাগরিক হিসেবে ট্রেন, বাস ইত্যাদি গণপরিবহণের টিকিটে যে অতিরিক্ত ছাড় পাওয়া যায়, তার সুবিধা সহজে পাওয়া যাবে।

২) এই কার্ড থাকলে প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট করে চালু হওয়া সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া যায়। 

৩)  এই কার্ড থাকলে ব্যাঙ্কে স্থায়ী আমানতে অতিরিক্ত সুদ পাওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা হয়। 

৪)  স্থানীয় পুলিশ-প্রশাসন প্রবীণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আরও সহজে সুনিশ্চিত করতে পারে।

৫)  এই কার্ড থাকলে সরকারি হাসপাতালে চিকিৎসা খরচের উপর অতিরিক্ত ছাড় দেওয়া হয় এবং বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়।

৬) বৃদ্ধাশ্রমের সুবিধা নেওয়ার ক্ষেত্রে এই Senior Citizen Card অনেক সাহায্য করে থাকে।

 

Avatar

Papiya Paul

X