Crorepati Tips

Crorepati Tips: মাত্র ৫,৪০০ টাকা জমিয়ে রিটার্ন মিলবে ১ কোটি! শিখে রাখুন কোটিপতি হওয়ার এই মোক্ষম ট্রিকস

নিউজশর্ট ডেস্কঃ কম বেশি সকলে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। তবে কোটিপতি হওয়া কিন্তু মুখের কথা নয়। সঠিক উপায়ে কোটিপতি হতে চাইলে অনেক পরিশ্রমের প্রয়োজন আছে। তার সাথে সঠিক বুদ্ধি কাজে লাগিয়ে সঠিক জায়গায় নিজের কষ্ট উপার্জিত অর্থ বিনিয়োগ করতে হবে। তাহলে যে কেউ কোটিপতি(Crorepati) হতে পারেন।

বর্তমানে ব্যাংক এবং পোস্ট অফিস ছাড়াও এসআইপি, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে প্রচুর মানুষ প্রচুর অর্থ উপার্জন করছেন। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে কোটিপতি হতে পারেন যে কোন বিনিয়োগকারী। তবে সে ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো ভালো করে মেনে চলতে হবে।

প্রত্যেক মাসে মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেও কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধরুন, একজন ব্যক্তি প্রত্যেক মাসে এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ৫৪০০ টাকা করে বিনিয়োগ করছেন। এক্ষেত্রে ১২ শতাংশ সুদের হার দিলে ২০ বছর পর তিনি রিটার্ন পেতে পারেন ৪৬.৯ লক্ষ টাকা। আর যদি এসআইপিতে ৫ শতাংশ স্টেপ আপ করা হয়।

Crorepati

আরও পড়ুন: Summer Vacation: গরমের ছুটি কবে শেষ হচ্ছে? কবে খুলবে স্কুল? জানুন শিক্ষা দফতরের বড়সড় আপডেট

তাহলে প্রত্যেক বছর বিনিয়োগকারী ৫ শতাংশ বিনিয়োগ বৃদ্ধি করলে তার রিটার্ন আরো বেড়ে যাবে। অর্থাৎ প্রথম বছর ৫৪০০ টাকা করে প্রত্যেক মাসে দেওয়ার পর দ্বিতীয় বছর প্রতি মাসে ৫৬৭০ টাকা, তৃতীয় বছর প্রত্যেক মাসে ৫৯৫৪ টাকা এভাবে যদি বাড়ানো যায় তাহলে ২০ বছর পর আরো অনেক বেশি টাকা রিটার্ন পাওয়া যাবে।

Crorepati

এভাবে যদি প্রতিবছর এসআইপি-তে কেউ ৮ শতাংশ বিনিয়োগ বেশি করেন তাহলে ২০ বছর পর তিনি রিটার্ন পাবেন ৮৫.৯২ লক্ষ টাকা। আর যদি ১০ শতাংশ বিনিয়োগ বেশি করেন, তাহলে ২০ বছর পর তিনি রিটার্ন পাবেন ১.০৬ কোটি টাকা। অর্থাৎ এভাবেই যে কোন একজন ব্যক্তি কোটিপতি হতে পারেন। এমনিতেই আর্থিক বিশেষজ্ঞরা সবসময় বলে থাকেন যে দীর্ঘমেয়াদে মিউচুয়াল ফান্ড থেকে ভালো টাকা রিটার্ন পাওয়া যায়।

Avatar

Papiya Paul

X