Do you why Harris park of Australia named little india

Papiya Paul

বিদেশের এই শহরের নাম হবে ‘লিটল ইন্ডিয়া’, কারণ জানলে একজন ভারতীয় হিসাবে গর্বিত হবেন আপনি

নিউজশর্ট ডেস্ক: আমরা প্রায় সকলেই জানি কানাডাকে (Canada) বলা হয় আরেকটি ভারত (India) আবার অনেকেই কানাডাকে আরেকটি পাঞ্জাব (Punjab) বলেও ডাকেন। এহেন নাম দেওয়ার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। আসলে এখানে ভারতীয়দের সংখ্যা অনেকটাই বেশি। তবে জানেন কি এবার বিদেশের আরও একটি জায়গাকে ভারতের নাম দেওয়া হচ্ছে।

   

হ্যাঁ, পড়ে অবাক লাগলেও এটাই সত্যি। অনেকেই হয়তো জানেন না যে অস্ট্রেলিয়ার হ্যারিস পার্ক এলাকায় প্রায় ৬ লক্ষ ভারতীয় বসবাস করেন। ভারতীয়দের সংখ্যা এত বেশি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবার থেকে সিডনির শহরতলীর হ্যারিস পার্কটি  ‘লিটিল ইন্ডিয়া’ নামে সকলের কাছে পরিচিত হবে।

আসলে মাত্র কয়েকদিন আগেই জাপানের হিরোশিমায় জি ৭ শীর্ষ সম্মেলন শেষ করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছে গিয়েছিলেন পাপুয়া নিউগিনিতে। সেখানে থাকা প্রবাসী ভারতীয়রা মোদিকে দেখে আনন্দে দিশেহারা হয়ে পড়েছিলেন। তাঁদের এহেন উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এরপরেই প্রধানমন্ত্রী যান অস্ট্রেলিয়া সফরে।

প্রধানমন্ত্রীর সফর চলাকালীনই অস্ট্রেলিয়া সরকার ঘোষণা করেন সিডনির তিনটি রাস্তাকে খুব শীঘ্রই একত্রিত করা হবে। এবং নাম দেওয়া হবে ‘লিটিল ইন্ডিয়া’। আসলে হ্যারিস পার্ক এলাকাটি ভীষণ পছন্দ ভারতীয়দের। কেউ অস্ট্রেলিয়া ভ্রমণ করতে গেলে অবশ্যই সেখানে একবার যান। এছাড়াও এখানে যারা বসবাস করেন তাদের মধ্যে বেশিরভাগই ভারতীয়।

এই হ্যারিস পার্ক এলাকায় এমন বহু ভারতীয় রয়েছেন যারা নানান ধরনের দোকান খুলে ব্যবসা করেন। অনেক ভারতীয় আবার ক্যাফে এবং রেস্তোরাঁ বানিয়ে ফেলেছেন। অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রতিটি মানুষ এখানকার স্ট্রিট ফুডকে ভীষণ ভালোবাসেন। আর সে কারণেই প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমান হ্যারিস পার্ক এলাকায়।

বিদেশে থাকলেও দীপাবলি এবং হলি উৎসব জাঁকজমক ভাবেই পালন করেন ভারতীয়রা। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার এই হ্যারিস পার্কে ৬ লক্ষেরও বেশি ভারতীয়র বসবাস। এর মধ্যে ১৫ শতাংশ গুজরাটি, ১১ শতাংশ হিন্দিভাষী এবং পাঁচ শতাংশ মানুষ পাঞ্জাবি। এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ এখানে বসবাস করেন।