Meyebela Serial

Moumita

মৌ-র সম্মান বাঁচাতে আওয়াজ তুললো ডোডো, ‘মেয়েবেলা’র নতুন এপিসোড মন জয় করছে দর্শকদের

স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘মেয়েবেলা’ (Meyebela) অল্প কয়দিনেই বেশ ভালো জনপ্রিয়তা কুড়িয়েছে। রূপা গাঙ্গুলী, অর্পণ ঘোষাল, স্বীকৃতি মজুমদারের অভিনয় বেশ ছাপ ফেলেছে দর্শকমহলে। আসলে একঘেয়ে পরকীয়ার ভিড়ে নতুন ধরণের গল্প পেয়ে দর্শকরাও মুগ্ধ হয়ে পড়েছে।

   

যাইহোক, একথা তো সকলেই জানেন যে, অনেক ঝড় ঝাপটার পর অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে মৌ আর ডোডোর। বিয়ের পরপরই সকলের মন জিতে নিয়েছে মৌ। যদিও বীথি মাসির মনের দরজা এখনও বন্ধই। তবে পরিবারের বাকি সবাইকে পাশে পেয়েছে সে।

এসবের মধ্যেই ধারাবাহিকের একটি দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নায়ক ডোডোকে। ডোডো ওরফে নির্ঝর এমন একজন মানুষ যে নিজে কখনও মিথ্যা বলেনা। এমনকি, মৌ-র প্রতি ভালোবাসা না থাকলেও তার সম্মানের সাথে আপোষ করে না।

টলিউড,বিনোদন,গসিপ,মেয়েবেলা,নতুন প্রোমো,স্টার জলসা,স্বীকৃতি মজুমদার,অর্পণ ঘোষাল,Tollywood,Entertainment,Gossip,Meyebela,New Promo,Star Jalsha,Swikriti Majumder,Arpan Ghoshal

এই যেমন সাম্প্রতিক একটি এপিসোডে দেখানো হয়েছে, ফুলশয্যার রাতে কিছু রীতিনীতি পালন করা হচ্ছে মিত্র বাড়িতে। মৌ এইসব নিয়ম পালন করতে রাজি হলেও, বাধা দেয় মৌ। স্বামীর পা ধুয়ে স্ত্রী নিজের চুল দিয়ে তা মুছে দেবে এমন নিয়ম কিছুতেই মানতে পারে না সে।

যদিও এর আগেও বহুবার মৌ-র পাশে দাঁড়িয়েছে ডোডো। বিশেষ করে মৌ-র পড়াশোনা নিয়ে সে কোনো আপোষ করবেনা। এর আগে তার মা বীথিকে যেমন নিজের পড়াশোনা ত্যাগ করতে হয়েছিল, মৌ-র ক্ষেত্রেও যাতে সেটা না হয় সেই বিষয়টা নিশ্চিত করে সে।

https://www.instagram.com/p/CpUuxOaIPPP/?utm_source=ig_web_copy_link 

সবে মিলিয়ে এটা বলাই যায় যে, অন্যান্য সিরিয়ালের হিরোদের মত চুপচাপ সব মেনে নেওয়ার ছেলে নয় ডোডো। অনেকে তো এটাও বলছে যে, ভালো না বেসেই মৌ-র এত খেয়াল রাখে ডোডো, তাহলে ভালোবাসলে কী করবে! আপাতত তাদের মিলন দেখার জন্যেই মুখিয়ে আছে সবাই।