মহারাজার কথা তো আলাদা করে কিছুই বলার নেই। বাঙালির প্রিয় দাদা আবার গোটা দেশের হার্টথ্রবও। যে কাজে হাত দেন তিনি তাতেই সোনা ফলে। সে ক্রিকেটের ২২ গজ হোক বা টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’র (Sourav Ganguly) মঞ্চ। প্রিন্স অফ ক্যালকাটা ওরফে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) সবেতেই সেরা।
যাইহোক, বাঙলার এই ছেলেকে সামনে থেকে দেখার ইচ্ছা অনেকেরই। তাই যারা ‘দাদাগিরি’র মঞ্চে আসে তারা বেশ কিছুটা সময় কাটিয়ে নেয় দাদার সঙ্গে। আর এইসব প্রতিযোগিদের তালে তাল মিলিয়ে সৌরভও ভালোই হুল্লোড়ে মেতে ওঠেন। সেই ফাঁকে ভক্তদের নানান প্রশ্নের উত্তরও দিয়ে থাকেন।
মহারাজার এই প্রোগ্রামে শুধু যে সাধারণ মানুষই আসেন তা কিন্তু নয়। স্পেশ্যাল পর্বে সিনেপাড়ার সেলেবদেরও এই খেলায় অংশগ্রহণ করতে দেখা যায়। তেমনই এক স্পেশ্যাল পর্বে উপস্থিত হয়েছিলেন জি বাংলার মেগা ধারাবাহিক ‘পিলু’র সদস্যরা। এই পর্বেই ইধিকা পাল বেশকিছু ছকভাঙা প্রশ্ন করে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
অভিনেত্রী জানতে চান, পর্দার এপাশে সৌরভ যে তার প্রতিযোগিদের সঙ্গে কখনও নাচেন, বা কখনও গান করেন, তা দেখে ডোনা গাঙ্গুলীর প্রতিক্রিয়া কেমন থাকে? এবং তার মেয়ে সানাই বা কী বলে থাকেন এইসব দেখে? ইধিকার এই প্রশ্ন একটু অন্যরকম হলেও সৌরভ কিন্তু বেশ মজাই পেয়েছিলেন।
একগাল হাসি নিয়ে সৌরভ জানিয়েছিলেন না, তারা এবিষয় কিছুই বলেন না। পাশাপাশি তিনি জানান, এইসব শুটিং তার একেবারেই পছন্দ নয়। মোটেও ভালো লাগেনা তার। এছাড়াও সৌরভ বাড়িতে ঠিক কেমনভাবে থাকতে পছন্দ করেন সেই বিষয়েও জানতে চান ইধিকা।
অভিনেত্রী জানতে চান, দাদা কি আদৌ কখনও মাটিতে বসে ভাত খান? সৌরভের কথায় নিশ্চয়ই। তিনি মাটিতে বসে ভাতও খান। এবং ভাত তিনি হাত দিয়ে মেখে খেতেই পছন্দ করেন। সৌরভের কথার ধরণ দেখে হেসে ফেলে সবাই। তিনি যে মনেপ্রাণে বাঙালি তা আবারও প্রমাণ পেল।