Teacher's Rules

anita

Teacher’s Rules: জিন্স পরে আর স্কুলে নয়, শিক্ষকদের পোশাক বিধি নিয়ে বিতর্ক শিক্ষকমহলে

নিউজ শর্ট ডেস্ক: রাজ্যের স্কুল শিককদের (School Teacher’s) পোশাক বিধি (Dress Code) নিয়ে কলকাতার জেলা স্কুল পরিদর্শকের একটি নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিরাট বিতর্ক। রবিবার স্কুল শিক্ষা দপ্তরের বেশ কয়েকটি অফিসিয়াল হোয়াটস অ্যাপ গ্রুপে বিশেষ বার্তা পাঠিয়েছিলেন জেলা স্কুল পরিদর্শক।

   

সেখানে তিনি প্রধান শিক্ষকদের জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ দিয়েছিলেন।সেখানে প্রথমত, শিক্ষকদের নিয়মিত অ্যাটেনডেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসাথে স্পষ্ট উল্লেখ করা হয়েছে কোনো শিক্ষক যদি নির্দিষ্ট সময় পরে স্কুলে আসেন তাহলে তাদের ঢুকতে দেওয়া হবে না।

তবে এদিন শিক্ষক মহলে বিতর্ক তৈরী করেছে দ্বিতীয় বার্তা। সেখানে শিক্ষকদের পোশাক বিধি নিয়ে প্রথমে কিছু শর্ত আরোপ করা হয়েছিল।যদিও রাতের দিকে ডিআই পোশাক বিধি সংক্রান্ত এই হোয়াটসঅ্যাপ বার্তা এড়িয়ে যেতে বলেন। কিন্তু তারপরেও থামেনি বিতর্ক।

স্কুল শিকক,School Teacher's,পোশাক বিধি,Dress Code,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রথমে কি বলা হয়েছিল পোশাক বিধিতে?

আসলে প্রথমে ডিআই সঞ্জয় চট্টোপাধ্যায় স্কুলের শিককদের জিন্সের পরিবর্তে ফর্মাল পোশাক পরতে বলেছিলেন। এক্ষেত্রে তাঁর যুক্তি ছিল, শিক্ষক শিক্ষিকাদের পোশাক পড়ুয়াদের মনে প্রভাব ফেলে। এছাড়া শিক্ষক শিক্ষিকাদের পোশাক নকল করার-ও একটা প্রবণতা দেখা যায় তাদের মধ্যে। তাই যাতে পড়ুয়াদের মনে বিরূপ প্রভাব না তাই এমন বার্তা পাঠানো হয়েছিল বলে জানানো হয়।

আরও পড়ুন:পাত্তাও পাবে না বন্দে ভারত! হাওয়ার থেকেও জোরে ছুটবে নিউ জেনারেশন অমৃত ভারত

স্কুল শিকক,School Teacher's,পোশাক বিধি,Dress Code,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কিন্তু  শিক্ষক-শিক্ষিকাদের একাংশ ডিআইয়ের এমন যুক্তি মানতে নারাজ। এক্ষেত্রে তাঁদের দাবি, শিক্ষক-শিক্ষিকারা কি পড়াচ্ছেন তার ভিত্তিতে বিশ্লেষণ করা উচিত, তারা কি পরছেন তার ভিত্তিতে নয়। সেইসাথে তাঁদের সংযোজন, জিন্স কোনও অশ্লীল পোশাক নয় বা অপসংস্কৃতির প্রতীক নয়। তাই ডিআইয়ের এই নির্দেশিকা গ্রহণযোগ্য নয় বলেই দাবি করছেন শিক্ষকদের একাংশ।