দীর্ঘ প্রতিক্ষার পর অজয় দেবগণের এই ছবির হাত ধরেই পুরোনো জৌলুস ফিরে পেল বলিউড। অন্তত ফিল্ম ক্রিটিকদের তো এমনটাই ধারণা। রাত পোহাতেই পর্বতপ্রমাণ ‘দৃশ্যম ২’-এর রেখচিত্র। মুক্তির এক সপ্তাহের দিনের মধ্যেই রীতিমত ঝড় তুলেছে ছবিটি।
১৮ নভেম্বর ছবি মুক্তির পর প্রথম সপ্তাহেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে ফেলেছে। শুধু তাই নয় ২৫ শে নভেম্বর ‘ভেড়িয়া’ মুক্তির পর দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে চলে এসেছে ছবিটি। এবং এরপর দ্বিতীয় সপ্তাহের শেষে ২০০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে ‘দৃশ্যম ২’।
এমতাবস্থায় অনেকেই ছবিটির তুলনা করছেন ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘আরআরআর’ সিনেমার সাথে। হিন্দি বলয়ে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার আয়কে ছুঁতে না পারলেও ‘আরআরআর’ সিনেমাকে ছাড়িয়ে যাবে ‘দৃশ্যাম ২’। এদিকে আর কয়েকদিন পরেই মুক্তি পাবে বহুল প্রতিক্ষিত ছবি ‘অবতার’।
তবে এই ছবি ‘দৃশ্যম ২’র ব্যবসাকে খুব একটা প্রভাবিত করতে পারবেনা বলেই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। কারণ এই দুই ছবির দর্শকমহল সম্পূর্ণ ভিন্ন। এদিকে রোহিত শেঠির ‘সার্কাস’ মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। তবে তার আগেই ব্লক ব্লাস্টারের খাতায় নাম লেখাবে ‘দৃশ্যম’। অন্তত ফিল্ম ক্রিটিকদের তো এমনটাই মত।
যদিও ইতিমধ্যেই ছবিটি বেশ কয়েকটি রেকর্ড গড়ে ফেলেছে। যেমন মুক্তির দুই সপ্তাহের মাথায় বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিক্যুয়েলে নাম লিখিয়েছে ‘দৃশ্যাম ২’। তালিকার নবম স্থানটি দখল করেছে ছবিটি।
সিনেমার আয় (কোটি)
১. টাইগার জিন্দ্যা হ্যাঁ (২০১৭) ৩৩৯.১৬
২. ধুম থ্রী (২০১৩) ২৮০.২৫
৩. কৃষ থ্রী (২০১৩) ২৪০.৫০
৪. হাউজফুল ৪ (২০১৯) ২০৬.০০
৫. গোলমাল এগেইন (২০১৭) ২০৫.৭২
৬. ভুল ভুলাইয়া ২ (২০২২) ১৮৫.৫০
৭. রেস থ্রী (২০১৮) ১৬৯.০০
৮. বাগী ২ (২০১৮) ১৬৫.০০
৯. দৃশ্যাম ২ (২০২২) ১৫৯.১৭ (রানিং)
১০ দাবাং ২ (২০১২) ১৫৮.৫০