দীর্ঘ প্রতিক্ষার পর অজয় দেবগণের এই ছবির হাত ধরেই পুরোনো জৌলুস ফিরে পেল বলিউড। অন্তত ফিল্ম ক্রিটিকদের তো এমনটাই ধারণা। রাত পোহাতেই পর্বতপ্রমাণ ‘দৃশ্যম ২’-এর রেখচিত্র। মুক্তির ১১ দিনের মধ্যেই রীতিমত ঝড় তুলেছে ছবিটি।
প্রসঙ্গত, যেদিন থেকে ছবির কথা প্রকাশ্যে এসেছিল সেদিন থেকেই খুশির বন্যা বইছিল ভক্তমহলে। খুব স্বাভাবিকভাবেই ছবিটির উপর অনেক প্রত্যাশাও ছিল নির্মাতাদের। প্রথম ছবির গল্প মানুষের এতটাই মনে ধরেছে যে দীর্ঘ ৭ বছর ধরে অপেক্ষা করছে ছবির দ্বিতীয় পর্বের জন্য।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘দৃশ্যম ২’র মুক্তির পর ৯ দিনের মাথাতেই প্রায় ১২৫ কোটি টাকা ঘরে নিয়ে এসেছে। সে দিক থেকে দেখলে করোনা অতিমারির পরবর্তী সময় মুক্তি পাওয়া হিট হিন্দি ছবি ‘ভুল ভুলাইয়া ২’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিকে পিছনে ফেলে দিয়েছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’।
আর যত দিন যাচ্ছে ততই বাড়ছে ছবির কালেকশন। মাত্র ১০ দিনের মাথায় ১৫০ কোটি ছুঁয়ে যাবে বলে ধারণা ট্রেড অ্যানালিস্টদের। যদিও এর অফিশিয়াল নথী এখনও প্রকাশ করা হয়নি। তবে ২০০ কোটির গন্ডি পার হতে আর খুব বেশি দেরি নেই বলেই খবর।
প্রসঙ্গত, সাল ২০১৩ তে জীতু জোসেফ তৈরি করেছিলেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। এরকম একটা টানটান থ্রীলার দেখে বেশ ভালোই আলোড়ন সৃষ্টি হয়েছিল দর্শকমহলে। নড়েচড়ে বসেছিল বলিউডও। ২০১৫ তে অজয় আর টাবুকে নিয়ে রিমেকও বানিয়ে ফেলেন নিশিকান্ত কামার।
তারপর দীর্ঘ ৭ বছর পর ছবির দ্বিতীয় সংস্করণ নিয়ে এসেছে বলিউড। ছবিটি পরিচালনা করেছেন প্রযোজক কুমার মঙ্গতের পুত্র অভিষেক পাঠক। সূত্রের খবর এই ছবির তৃতীয় পর্বেরও দায়িত্ব পেয়েছেন তিনি। এখানে দর্শকদের জানিয়ে রাখি এই ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি একই দিনে মালয়ালম এবং হিন্দি— দুই ভাষাতেই মুক্তি পাবে।