ভারতীয় রেল,Indian Railways,শিয়ালদহ,Sealdah,লোকাল ট্রেন,Local Train,বাতিল,Cancel,ইন্টারলিঙ্ক,Interlink,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Local Train: হয়রানির দিন শেষ! দমদমের কাজ মিটলে চলবে অতিরিক্ত ১০০ লোকাল! মিলবে আরও একগুচ্ছ সুবিধা

নিউজ শর্ট ডেস্ক: শিয়ালদহ (Sealdah) শাখায় একের পর এক লোকাল ট্রেন বাতিল হওয়ায় চরম হয়রানি শিকার শয়ে শয়ে নিত্যযাত্রী। জানা যাচ্ছে  শিয়ালদহ শাখায় মোট ১৪৩ টি লোকাল ট্রেন (Local Train) বাতিল (Cancel) করা হয়েছে। এছাড়াও হাওড়া এবং বর্ধমান শাখাতেও বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন। অন্যদিকে রবিবার ছুটির দিন হলেও এদিন রয়েছে সরকারি চাকরির পরীক্ষা।

   

তাই এই অবস্থায় যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে রবিবার সকালে লোকাল ট্রেনের এই ঘাটতি পূরণ করতেই  চারটি স্পেশাল মেট্রো চালানো হবে। কিন্তু হঠাৎ শিয়ালদহ শাখায় একসাথে এতগুলো লোকাল ট্রেন কেন বাতিল করা হলো কেন?

এদিন তার ব্যাখ্যা দিয়ে দিয়েছিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এ প্রসঙ্গে তিনি সাফ জানিয়েছেন শিয়ালদহ শাখার সংশ্লিষ্ট লাইনের এখন দিনে ২৪৪ লোকাল ট্রেন চলে,তবে এই ইন্টারলিঙ্কের (Interlink) কাজ শেষ হয়ে গেলে ৩৬৪ টি লোকাল ট্রেন চালানো যাবে।

ভারতীয় রেল,Indian Railways,শিয়ালদহ,Sealdah,লোকাল ট্রেন,Local Train,বাতিল,Cancel,ইন্টারলিঙ্ক,Interlink,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে এই ইন্টারলিঙ্কের কাজ শেষ হয়ে গেলে শুধু ট্রেন সংখ্যাই বাড়বে না, সেই সাথে মিলবে আরও এক গুচ্ছ সুবিধা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের দাবি, এর ফলে ট্রেনের গতি যেমন বাড়বে তেমনি উন্নত হবে সিগন্যালিং ব্যবস্থা।

আরও পড়ুন: রোজ ২০০ টাকা জমিয়ে পান ২৮ লক্ষ টাকা! LIC-র এই বিশেষ স্কিমে প্রতি ৫ বছরে মিলবে এই বিশেষ সুবিধা

ভারতীয় রেল,Indian Railways,শিয়ালদহ,Sealdah,লোকাল ট্রেন,Local Train,বাতিল,Cancel,ইন্টারলিঙ্ক,Interlink,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত, চলতি মাসেই অর্থাৎ বিগত ৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত বাতিল রয়েছে একগুচ্ছ ট্রেন। এরমধ্যে শিয়ালদহ মেন শাখাতেই  বাতিল হয়েছে ১৪৩টি লোকাল ট্রেন। রেলের বিবৃতিতে জানানো হয়েছে এই সময়ে মোট ৪৬টি ট্রেন চালানো হবে অন্য ঘুরপথে। রেল সূত্রে খবর এই ৫২ ঘণ্টায় মোট তিন’টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। তবে দমদমে এভাবে একসাথে ১৪৩ টি লোকাল ট্রেন বাতিলের ঘটনা সাম্প্রতিককালে ঘটেনি।