Papiya Paul

Dumdum Station: বদলে যাচ্ছে দমদম স্টেশনের দৃশ্য, থাকবে এসি ওয়েটিং রুম সহ অনেক সুবিধা, দেখুন ছবি

নিউজশর্ট ডেস্কঃ শিয়ালদা ডিভিশনে যাতায়াতকারী যাত্রীদের কাছে দমদম স্টেশনের(Dumdum Station) গুরুত্ব অনেক। আর এবার এই দমদম স্টেশনকে আরো বেশি উন্নততর করে তোলার প্রচেষ্টা শুরু হয়েছে। দমদম রেলওয়ে স্টেশনের পুরোপুরি বদল করে ঝাঁ চকচকে করে তোলা হবে। যাত্রীরা আরও স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারেন সেই ভাবেই এই স্টেশনের নতুন নকশা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেল।

   

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় এই দমদম স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আর এই খাতে বরাদ্দ করা হয়েছে ৭.৯৮ কোটি টাকা। এই দমদম স্টেশন থেকে প্রতিদিন বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলাগামী, এছাড়া বহু এক্সপ্রেস ট্রেন চলাচল করে।

এবার জেনে নেওয়া যাক নতুন স্টেশনে কি কি থাকবে? জানা গিয়েছে, এই নতুন দমদম জংশন স্টেশনে থাকবে এসি ওয়েটিং রুম, শৌচাগার গড়ে তোলা হবে। এর সঙ্গে থাকবে বসার জায়গা, অনেক বেশি পাখা এবং আলোর ব্যবস্থা থাকবে, গ্রানাইট দিয়ে মেঝে ঢেকে ফেলা হবে, কোনকোর্স থাকবে। এই দমদম স্টেশনে এখন শিয়ালদা ও হাওড়ার মতো এসি ওয়েটিং রুম ও থাকবে।

আরও পড়ুন: Indian Railways: শেষ মুহূর্তে ট্রেনের ফাঁকা আসন খুঁজছেন? ৯৯% মানুষই জানেন না এই সহজ পদ্ধতি

এছাড়াও এই দমদম স্টেশনে ঢোকার রাস্তা প্রচুর দোকান থাকার জন্য এলাকার পুরো ঘিঞ্জি। যা যাত্রীদের চলাচলের ক্ষেত্রে বিরাট সমস্যা তৈরি করে। এবার নতুন ভাবে তৈরি করার সময় এই রাস্তা একদম ফাঁকা থাকবে বরং অনেক বেশি পরিষ্কার এবং ঝাঁ চকচকে হবে। আর এই স্টেশনে ঢোকার রাস্তা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে।

শুধু দমদম জংশন স্টেশন নয়, এছাড়াও পশ্চিমবঙ্গের একাধিক রেলওয়ে স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। এই তালিকায় রয়েছে নবদ্বীপ ধাম, চন্দননগর, অন্ডাল, বর্ধমান জংশন, তারকেশ্বরের মতো পশ্চিমবঙ্গের একাধিক জনপ্রিয় স্টেশন। এই স্টেশনগুলোকে বিশ্বমানের গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেছে ভারতীয় রেল।