মহালয়া থেকে শুরু দেবীর পুজো, এবার দুর্গোপূজোয় ঘুরতে চলে আসুন এই অফবিট বনেদি বাড়িতে

দুর্গাপূজা(Durgapuja), এই নামটি শুনলেই বাঙালির মন এক অজানা খুশিতে ভরে ওঠে। গোটা এক বছর বাঙালি অপেক্ষা করে এই দিনটির জন্য। এ সময় আট থেকে আশি সকলের মুখেই ফোটে হাসি। বর্তমানে শহর জুড়ে চলে থিম ও সাবেকিয়ানার লড়াই। তবে এসবের মধ্যেও আজ এক বিশেষ স্থান অধিকার করে রেখেছে বনেদি বাড়ির পুজো। এই বাড়ির পুজোগুলি আজও বাঙালির কাছে নস্টালজিয়া। তাদের বিশেষ নিয়ম, রীতিনীতি আজও এক আলোচ্য বিষয়।

তবে কালের চক্রে আজ বহু বনেদি বাড়ির পুজোই অস্তাচলে যেতে বসেছে। যে কটি আছে তাদের জৌলুসও আর আগের মতন নেই। তবে এখনও কিছু বাড়ি রয়েছে যারা এখনও আগের মতনই পালন করে তাদের দুর্গোৎসব। এই বাড়িগুলির মধ্যেই প্রথমে যে বাড়ির নাম আমাদের মাথায় আসে সেটি হল শোভাবাজার রাজবাড়ির পুজো। রাজকীয়তা ও ঐতিহ্যে এই বাড়ির পুজোকে টেক্কা দেওয়ার সত্যি মুশকিল। তবে এই শোভাবাজার রাজবাড়ির ছাড়াও কলকাতার বুকে রয়েছে আর এক রাজবাড়ি যেটি অদ্ভুত নিয়ম ও ঐতিহ্যশীলতায় টেক্কা দেয় অনেককেই। আসুন আপনাদের আজ পরিচয় করিয়ে দি কলকাতার(Kolkata) বিখ্যাত এই বনেদি বাড়ির সাথে।

বিখ্যাত এই বাড়ির নাম ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি । একসময় শোভাবাজার রাজবাড়িকে কড়া টেক্কা দিতেন এই বাড়ি। লাল ইটের তৈরি সেই প্রাসাদ কিন্তু আজও দাঁড়িয়ে রয়েছে এই ফ্ল্যাটভর্তি কলকাতার বুকে। ২০০ বছরের পুরনো এই পুজোতে রয়েছে একাধিক অদ্ভুত নিয়ম যা জানলে অদ্ভুত লাগবে আপনারও। সাধারণত মহালয়া থেকেই শুরু হয়ে যায় এই বাড়ির পুজো। কারণ এখানে দশ মহাবিদ্যা রূপে পূজিত হন মা।

এখানে প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত পূজো হয় বিশেষ শালগ্রাম শিলাতে। তারপর ষষ্ঠী থেকে শুরু হয় দেবী মূর্তির আরাধনা। শান্ত, বৈষ্ণব এবং শৈব এই তিন মত মেনেই পুজো করা হয় এই বাড়িতে। এখানে মায়ের মূর্তির রয়েছে এক বিশেষত্ব। এখানে মায়ের বাহন সিংহের মুখে ঘোরার মতন। দেবী লক্ষী ও সরস্বতীকে পূজা করা হয় জয়া ও বিজয়া নামে। সেই কারণেই দুই দেবী থাকেন পদ্মাসনা। তাদের হাতে থাকে না ঝাঁপি এবং বিনা।

দেবী মূর্তিতে বিশেষত্ব ছাড়াও এই বাড়ির পুজোর নিয়মেও রয়েছে একাধিক বিশেষত্ব। অষ্টমী উপলক্ষ্যে এই বাড়িতে করা হয় বিশেষ কুমারী পুজো। আর এখানে দশমীর পরিবর্তে অষ্টমীতেই সিঁদুর খেলেন বাড়ির মহিলারা। পূজাকালীন সময়ে মায়ের সব ভোগ রান্না হয় লবণ ছাড়া। তাই এইবার যদি একটু ভিন্ন স্বাদের পুজো কাটাতে চান তাহলে চলে আসতেই পারেন ৬৭ই বিডন স্ট্রিটের রাম দুলাল নিবাসী এই ছাতুবাবু- লাটুবাবুর বাড়িতে।

Avatar

Papiya Paul

X